নয়া দিল্লি: বর্তমানের যুবসমাজের একটা বড় অংশই ডুবে রয়েছে অনলাইন গেমিংয়ে। কিন্তু অত্যাধিক গেমের নেশায় মস্তিষ্ক-মননে পড়ছে প্রভাব। আর সেই প্রভাব সমাজের উপরও দেখা যাচ্ছে। অনলাইন গেমিংয়ে রাশ টানতেই এবার উদ্যোগী কেন্দ্র। রবিবারই কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বীনী বৈষ্ণব জানালেন, শীঘ্রই কেন্দ্রের তরফে অনলাইন গেমিংয়ের জন্য নির্দিষ্ট নীতি বা নতুন আইন আনা হবে। সমাজে যেভাবে অনলাইন গেমিংয়ের প্রভাব পড়ছে, তা মাথা. রেখেই এই সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার, এমনটাই জানান মন্ত্রী।
রবিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়েই কেন্দ্রীয় রেলমন্ত্রী তথা তথ্য সম্প্রচার মন্ত্রী জানান, বর্তমানের যুব প্রজন্ম অনলাইন গেমিংয়ের নেশায় ডুবে। এর কুপ্রভাব পড়ছে। সম্প্রতিই তিনি সমস্ত রাজ্যের তথ্য প্রযুক্তি মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন। তারা সকলেই অনলাইন গেম ও তার প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী।
অশ্বীনী বৈষ্ণব বলেন, “প্রত্যেকটি রাজ্যই অনলাইন গেমিংয়ের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, বিশেষ করে এই গেমিংয়ের নেশা নিয়ে। সাধারণ মানুষ অনলাইন গেমে এতটাই আসক্ত হয়ে পড়ছেন যে অদ্ভুত আচরণ করছেন, যা সমাজের নিয়মে গ্রহণযোগ্য নয়। মানুষ হিংস্র হয়ে উঠছেন, সমাজের শান্তি-সম্প্রীতি নষ্ট হচ্ছে। এই কারণেই আমরা সমস্ত স্টেকহোল্ডারদের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করেছি। শীঘ্রই আমরা অনলাইন গেমিং নিয়ে নতুন আইন বা নিয়মের নীতি তৈরি করব।”
তিনি আরও জানান, কেন্দ্র তথ্য বিল ও ডিজিটাল ইন্ডিয়া বিলও আনতে চলেছে। ইতিমধ্য়েই তথ্য সুরক্ষা বিল জনগণের মধ্যে ভাল সাড়া পাচ্ছে। বিল পেশ হলে গোটা বিশ্বেও তা সমাদৃত হবে। কবে এই বিল পেশ করা হবে, এই প্রশ্নের উত্তরে তিনি জানান, এখনও খসড়া বিল প্রস্তুতির কাজ চলছে। তবে শীঘ্রই এই বিল তৈরি হয়ে যাবে।