এক-একটি কেন্দ্র গুরুত্বপূর্ণ। ওডিশার পদমপুর বিধানসভা কেন্দ্রেও উপ-নির্বাচনেও (By-Election) জয় পেতে মরিয়া গেরুয়া শিবির। বলা ভাল, বিজেডি-র কেন্দ্র ‘গেরুয়া’ করে তুলতে মরিয়া পদ্ম শিবির। তাই সপ্তাহান্তে ওডিশার পদমপুরে ভোট প্রচারের আসরে নামলেন কেন্দ্রীয় মন্ত্রী স্বয়ং। শনিবার পদ্মপুর শহরে একটি বড় রোড শো করেন কেন্দ্রীয় শিক্ষা ও কারিগরী উন্নয়ন মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়ন-এজেন্ডা-ই ভোট প্রচারে তুলে ধরেন কেন্দ্রীয় মন্ত্রী।
আগামী ৫ ডিসেম্বর, গুজরাটের দ্বিতীয় দফার ভোটের দিনই ওডিশার পদমপুর শহরে উপ-বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের প্রচারেই নামেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। পদমপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রদীপ পুরোহিতকে সঙ্গে নিয়ে একটি বড় রোড শো করেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। পদমপুরের জনগণের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়ন এজেন্ডা তুলে ধরে বিজেপি প্রার্থী প্রদীপ পুরোহিতকেই ভোট দেওয়ার আবেদন জানান কেন্দ্রীয় মন্ত্রী। ধর্মেন্দ্র প্রধান ছাড়াও পদ্মপুরে উপ-নির্বাচনে ভোট প্রচারে ইতিমধ্যে এসেছেন কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমর, অশ্বিনী বৈষ্ণব এবং বিশেশ্বর টুডু। গত দু-সপ্তাহ ধরেই জোরকদমে ভোট-প্রচারে নেমেছে বিজেপি।
আবার উপ-নির্বাচনের ভোট প্রচারে পিছিয়ে নেই বিজেডি (বিজু জনতা দল)-ও। জেতা কেন্দ্র ধরে রাখতে ইতিমধ্যে ভোট প্রচারে নেমেছেন খোদ ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। প্রয়াত বিধায়ক বিজয় রঞ্জন সিং বারিহার কন্যা তথা বিজেডি প্রার্থী বর্ষা সিং বারিহাকে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন নবীন পট্টনায়েক।
প্রসঙ্গত, ওডিশা বিধানসভা নির্বাচনে পদমপুর কেন্দ্র থেকে জয়ী হয়ে বিধায়ক হয়েছিলেন বিজেডি নেতা বিজয় রঞ্জন সিং বারিহা। সম্প্রতি তিনি প্রয়াত হন। ফলে পদমপুর কেন্দ্রটির বিধায়ক আসন ফাঁকা রয়েছে। সেই আসন পূর্ণ করতেই আগামী ৫ ডিসেম্বর, গুজরাতের দ্বিতীয় দফার বিধানসভা ভোটের সঙ্গেই পদমপুরে উপ-নির্বাচন হচ্ছে। এই কেন্দ্রে বিজেপির তরফে প্রদীপ পুরোহিত প্রার্থী হলেও বিজেডি প্রার্থী করেছে বিজয় রঞ্জন সিং বারিহার মেয়েকে। একদিকে যখন হারানো কেন্দ্র ফিরে পেতে মরিয়া বিজেপি এই উপ-নির্বাচনের প্রচারেও কেন্দ্রীয় মন্ত্রীদের নিয়ে এসেছেন, তেমনই জয়ী কেন্দ্র ধরে রাখতে বিজেডি সুপ্রিমো তথা ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক প্রার্থী ‘তাস’ খেলেছেন। জনগণের আবেগে সুড়সুড়ি দিয়ে বিজয় রঞ্জন সিং বারিহার কন্যা বর্ষাকে প্রার্থী করেছে বলে রাজনৈতিক মহলের দাবি।