Dharmendra Pradhan: ‘গণতন্ত্রের জন্য মঙ্গলজনক নয়’, সংসদ উত্তাল প্রসঙ্গে তোপ কেন্দ্রীয় মন্ত্রীর

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Jul 26, 2023 | 6:41 PM

Dharmendra Pradhan: বিরোধীদের হট্টগোলের জেরে সংসদে এদিনের প্রশ্নোত্তর পর্বও স্থগিত হয়ে গিয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষা ও কারিগরী উন্নয়ন মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

Dharmendra Pradhan: গণতন্ত্রের জন্য মঙ্গলজনক নয়, সংসদ উত্তাল প্রসঙ্গে তোপ কেন্দ্রীয় মন্ত্রীর
সংসদে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
Image Credit source: twitter

Follow Us

নয়া দিল্লি: মণিপুর (Manipur) ইস্যুতে গত কয়েকদিন ধরেই উত্তাল সংসদ। যার জেরে স্তব্ধ হয়ে যাচ্ছে অধিবেশন। বিল পাশ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা- সব কিছুই স্থগিত হয়ে যাচ্ছে। এর জন্য বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ তুলে এবার তোপ দাগলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। বিরোধীদের হই-হট্টগোলের জেরে প্রশ্নোত্তর পর্বেও গুরুত্বপূর্ণ আলোচনা করা সম্ভব হচ্ছে না বলে টুইটারে আক্ষেপ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী (Dharmendra Pradhan)।

বিরোধীদের হট্টগোলের জেরে সংসদে এদিনের প্রশ্নোত্তর পর্বও স্থগিত হয়ে গিয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষা ও কারিগরী উন্নয়ন মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এই ঘটনায় গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তোপ দেগে টুইটারে তিনি লিখেছেন, “ভারতীয় বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিং, এনসিইআরটি দ্বারা পাঠ্যপুস্তকের পুনর্বিবেচনা অনুশীলন এবং সর্বশিক্ষা অভিযানের অধীনে স্কুলগুলির মানের উন্নয়ন নিয়ে সংসদের সদস্যদের দ্বারা উত্থাপিত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির জবাব দেওয়ার কথা ছিল এদিন। কিন্তু, বিরোধীরা কোনও কথা শুনতেও আগ্রহী নয় এবং সংসদের কাজ চালাতেও চাইছে না। রাজনৈতিক এজেন্ডা তুলে বারবার বাধা দিয়ে, হট্টগোল করে, বিশেষাধিকার লঙ্ঘন করছে এবং প্রশ্নোত্তর পর্ব চলাকালীন ইচ্ছাকৃতভাবে অপ্রাসঙ্গিক প্রশ্ন জিজ্ঞাসা করে বিরোধীরা যে নজির স্থাপন করছেন, তা বিপজ্জনক ইঙ্গিত দিচ্ছে। এটা আমাদের গণতন্ত্রের জন্য মঙ্গলজনক নয়।”

প্রসঙ্গত, মণিপুর নিয়ে সরকার আলোচনা করতে প্রস্তুত বলে ইতিমধ্যে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপরও প্রধানমন্ত্রীর বিবৃতির দাবিতে সরব বিরোধীরা। সংসদের কাজ সুষ্ঠুভাবে চালানোর আর্জি জানিয়ে মঙ্গলবারই রাজ্যসভা ও লোকসভার বিরোধী দলনেতা অধীররঞ্জন চৌধুরী এবং মল্লিকার্জুন খাড়্গেকে চিঠি দিয়েছেন অমিত শাহ। যদিও ‘সরকারের কথা ও কাজের মধ্যে ফারাক রয়েছে’ তোপ দেগে এদিন পাল্টা স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গে।

Next Article