G Kishan Reddy: ‘মোদী হ্যায় তো মুমকিন হ্যায়’, মহিলা সংরক্ষণ বিল পাশ হতেই বললেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি
Women Reservation Bill: কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি বলেন, "মহিলা সংরক্ষণ বিল ঐতিহাসিক একটি বিল। আজ লোকসভায় এই বিল পাশ হল। বিগত ৭৫ বছর ধরে বিভিন্ন আলোচনা হয়েছে এবং সংসদেও এই বিলটি একাধিকবার আনা হয়েছিল। রাজ্যসভাতে একবার এই বিল পাশও হয়, কিন্তু কংগ্রেস পার্টি ও তাদের রাজনীতির কারণে এই বিল সেই সময় আইনে পরিণত হয়নি।"
নয়া দিল্লি: তিন দশকের অপেক্ষা, অবশেষে লোকসভায় পাশ হল মহিলা সংরক্ষণ বিল। আজ রাজ্যসভায় পেশ করা হবে এই বিল। মহিলাদের আসন সংরক্ষণ নিয়ে এই ঐতিহাসিক বিল রেকর্ড ভোটে পাশ করার পরই কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি বললেন, “মোদী হ্যায় তো মুমকিন হ্যায়।”
বুধবার লোকসভায় মহিলা সংরক্ষণ বিলের পক্ষে ভোট দেন ৪৫৪ জন সাংসদ, বিপক্ষে ভোট দেন মাত্র ২ সাংসদ। এই বিল পাশ হওয়ার পর কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি সংবাদসংস্থা এএনআই-র মুখোমুখি হয়ে বলেন, “মহিলা সংরক্ষণ বিল ঐতিহাসিক একটি বিল। আজ লোকসভায় এই বিল পাশ হল। বিগত ৭৫ বছর ধরে বিভিন্ন আলোচনা হয়েছে এবং সংসদেও এই বিলটি একাধিকবার আনা হয়েছিল। রাজ্যসভাতে একবার এই বিল পাশও হয়, কিন্তু কংগ্রেস পার্টি ও তাদের রাজনীতির কারণে এই বিল সেই সময় আইনে পরিণত হয়নি।”
তিনি আরও বলেন, “আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের মহিলাদের এই বিশেষ উপহার দেওয়া হল যেখানে লোকসভা ও বিধানসভাগুলিতে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ থাকবে। আমি দেশের সমস্ত মহিলাকে অভিনন্দন জানাতে চাই। লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাশ হওয়ায় আরও একবার প্রমাণিত হল যে মোদী হ্যায় তো মুমকিন হ্যায়। আমার বিশ্বাস যে রাজ্যসভাতেও পূর্ণ সমর্থনে এই বিল পাশ হবে।”