
নয়া দিল্লি: তেলঙ্গানায় আসছে বিপুল বিনিয়োগ। সেই মর্মেই তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিকে চিঠি লিখলেন কেন্দ্রীয় কয়লা ও খনি মন্ত্রী জি কিষান রেড্ডি। চিঠিতে তিনি জানিয়েছেন, তেলঙ্গানায় আগামী তিন বছরে কেন্দ্রের অধীনস্থ সংস্থাগুলি ১০ হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগ করতে চলেছে।
কয়লা মন্ত্রকের অধীনস্থ দুই সংস্থা, কোল ইন্ডিয়া লিমিটেড ও এনএলসি ইন্ডিয়া লিমিটেড তেলঙ্গানায় বিনিয়োগের ইচ্ছা প্রকাশ করেছে। সেখানে সোলার ও উইন্ড পাওয়ার প্ল্য়ান্ট অর্থাৎ পুনর্নবিকরণ শক্তির প্রজেক্ট তৈরি করার পরিকল্পনা সংস্থাগুলির। পাশাপাশি তৈরি করা হতে পারে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেমও।
এই প্রকল্পগুলিতে আগামী তিন বছরের মধ্যেই তেলঙ্গানায় ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ হতে চলেছে। কেন্দ্রের সহযোগিতায় এবং গ্রিন এনার্জি উৎপাদনের লক্ষ্যে তেলঙ্গানায় যেমন অর্থনৈতিক বৃদ্ধি হবে, তেমনই বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলেও জানানো হয়েছে।
প্রসঙ্গত, প্রাকৃতিক খনিজ সম্পদ সঞ্চয় ও পুনর্নবিকরণ শক্তির উপরে বিশেষ জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। এর জন্য একাধিক প্রকল্পও শুরু হয়েছে। বিকশিত ভারত গড়ার লক্ষ্য়ে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।