নয়া দিল্লি: একশো দিনের কাজের টাকা ও আবাস যোজনার টাকা আদায়ে রাজধানীর বুকে আন্দোলনের সুর চড়াচ্ছে তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের তরফে দিল্লির বুকে আন্দোলনের ঝাঁঝ বাড়ানো হচ্ছে। এমন অবস্থায় সোমবার পাল্টা দিলেন কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং। সরাসরি নাম করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন। বাংলায় মমতার নেতৃত্বে তৃণমূল সরকারের আচরণ ‘শহুরে নকশাল’দের মতো বলেও আক্রমণ করলেন গিরিরাজ।
বিহারের বেগুসরাই থেকে সাংবাদিক বৈঠকে আগাগোড়া গিরিরাজ সিংয়ের নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর তৃণমূল সরকার। বাংলার শাসক শিবিরকে ‘লুঠের সরকার’, ‘খুনি সরকার’ বলেও কটাক্ষ করলেন তিনি। মমতার সরকারকে কড়া ভাষায় আক্রমণ করে গিরিরাজের অভিযোগ, “বাংলায় বিরোধীরা কেউ মুখ খুললেই তাঁকে খুন করে দেওয়া হয়, পঞ্চায়েতে বিরোধীরা কেউ জিতলে, তাঁকে খুন করে দেওয়া হয়।” কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর আরও সংযোজন, “এই সরকার বাংলার মানুষের প্রতি জবাবদিহি করে না। তারা লুঠ ও কাটমানির প্রতি জবাবদিহি করে।”
দিল্লিতে তৃণমূলের আন্দোলন কর্মসূচি নিয়েও এদিন সুর চড়ালেন গিরিরাজ। তৃণমূলের তরফে অভিযোগ আনা হচ্ছে, কেন্দ্র রাজ্যের বকেয়া একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে। সেই প্রসঙ্গ টেনে মমতাকে একহাত নিলেন কেন্দ্রীয় মন্ত্রী। বললেন, “উনি (মমতা) বলছেন দেড় বছর ধরে একশো দিনের কাজের টাকা পাচ্ছেন না। আমি বলছি, কোন মুখে টাকা চাইছেন আপনি? যখন আপনি গরিব মজদুরের অধিকার ছিনিয়ে নিচ্ছেন, তখন তো এই টাকা চাওয়া দূরে থাক, আপনাদের উপর আইনি প্রক্রিয়া শুরু হবে।”
গিরিরাজ আরও বললেন, “একে তো চুরি, তার উপর গা জোয়ারি… এই লক্ষ্যে দিল্লিতে এসে কেন্দ্রীয় গ্রামীণ মন্ত্রকে অরাজকতা ছড়ানোর চেষ্টা করছে। নকল ধরনা ঘোষণা করেছে।” কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী এদিন আরও দাবি করেছেন, বাংলায় প্রায় ২৫ লাখ ভুয়ো জব কার্ডে টাকা উঠেছে। সেই টাকা কোথায় গেল, সেই নিয়ে সিবিআই তদন্তের পক্ষেও জোরাল সওয়াল করেছেন তিনি। মন্ত্রীর বক্তব্য, “মন্ত্রক গরিবের উন্নয়নের জন্য একশো দিনের কাজের প্রকল্প চালাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে লুঠ করার জন্য টাকা দিচ্ছে না। লুঠ হলে কি তদন্ত হবে না? (রাজ্যের শাসক দল) শহুরে নকশালদের মতো ব্যবহার করে। গরিবদের অধিকার ছিনিয়ে নেয়।” তাঁর প্রশ্ন, ২৫ লাখ নাম কি এমনি এমনি কাটা যাচ্ছে?