Petrol Price: ১৫ টাকা প্রতি লিটারে পাওয়া যাবে পেট্রোল! কীভাবে সম্ভব, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী…

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jul 06, 2023 | 9:09 AM

Nitin Gadkari: কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নিতিন গড়করী মঙ্গলবার একটি প্রস্তাব দেন, যেখানে পেট্রোলের দাম লিটার প্রতি ১৫ টাকায় কমে দাঁড়াবে।

Petrol Price: ১৫ টাকা প্রতি লিটারে পাওয়া যাবে পেট্রোল! কীভাবে সম্ভব, জানালেন কেন্দ্রীয় মন্ত্রী...
কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করী।
Image Credit source: PTI

Follow Us

জয়পুর: জ্বালানিতে ছ্যাঁকা। সেই কবে থেকে ১০০ টাকা প্রতি লিটারে বিক্রি হচ্ছে পেট্রোল-ডিজেল(Petrol-Diesel)। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মনে একটাই, কবে কমবে পেট্রোল-ডিজেলের দাম? এবার সেই প্রশ্নের উত্তর দিলেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নিতিন গড়করী (Nitin Gadkari)। মঙ্গলবার তিনি একটি প্রস্তাব দেন, যেখানে পেট্রোলের দাম লিটার প্রতি ১৫ টাকায় কমে দাঁড়াবে। দেশের কৃষকরাই শক্তি উৎপাদনকারী হয়ে উঠবেন বলে জানান।

মঙ্গলবার রাজস্থানের প্রতাপগড়ের একটি অনুষ্ঠানে যোগ দেন। ৫৬০০ কোটি টাকায় মোট ১১টি জাতীয় সড়ক প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। পাশাপাশি চার লেনের একটি হাইওয়ে প্রকল্পেরও উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী। জনসভায় বক্তব্য রাখতে গিয়েই কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করী কৃষকদের ক্ষমতায়নের জন্য তিনি যে স্বপ্ন দেখেন, তা সকলের সঙ্গে ভাগ করে নেন। তিনি বলেন, “পেট্রোলের দাম অনেকটাই কমে যাবে যদি ৬০ শতাংশ ইথানল ও ৪০ শতাংশ বিদ্যুৎ ব্যবহার করি।”

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “আমাদের সরকার কৃষকদের শুধু অন্নদাতাই নয়, একইসঙ্গে উর্জাদাতাও বানানোর স্বপ্ন দেখে…সমস্ত গাড়িই ইথানলে চলবে, যা কৃষকরা উৎপাদন করেন। যদি গড়ে ৬০ শতাংশ ইথানল ও ৪০ শতাংশ ইলেকট্রিসিটি ব্যবহার করি, তবে পেট্রোল ১৫ টাকা প্রতি লিটারে বিক্রি হবে। এতে সাধারণ মানুষও উপকৃত হবেন।”

ইথানল ও বিদ্য়ুৎ ব্যবহার করায় শুধুমাত্র দূষণই কমবে না, একইসঙ্গে আমদানিও কমবে বলে জানান নিতিন গড়করী।

Next Article