AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Piyush Goyal: চিনের বিদেশি বিনিয়োগের অপেক্ষায় বসে নেই ভারত, ট্যারিফ নিয়ে বড় কথা বললেন বাণিজ্যমন্ত্রী

India-China: কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গয়াল সাফ জানিয়ে দিলেন যে দেশের স্বার্থ ভেবেই নীতি নির্ধারণ করা হবে। সরকার চিনের বিদেশি বিনিয়োগের অপেক্ষায় নেই।

Piyush Goyal: চিনের বিদেশি বিনিয়োগের অপেক্ষায় বসে নেই ভারত, ট্যারিফ নিয়ে বড় কথা বললেন বাণিজ্যমন্ত্রী
কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল।Image Credit: PTI
| Updated on: Apr 12, 2025 | 6:13 PM
Share

নয়া দিল্লি: ট্রাম্পের ট্য়ারিফ যুদ্ধে বদলে গিয়েছে বিশ্ব বাণিজ্যের সমীকরণ। চিনের উপরে ১৪৫ শতাংশ শুল্ক বসিয়েছে আমেরিকা। পাল্টা চিনও ১২৫ শতাংশ শুল্ক বসিয়েছে আমেরিকার উপরে। এই পরিস্থিতিতে চিন আমেরিকার থেকে মুখ ফিরিয়েছে। চাইছে ভারতের সঙ্গে বন্ধুত্ব বাড়াতে। ভারতও কি তিক্ততা ভুলে চিনের সঙ্গে হাত মেলাবে? কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গয়াল সাফ জানিয়ে দিলেন যে দেশের স্বার্থ ভেবেই নীতি নির্ধারণ করা হবে। সরকার চিনের বিদেশি বিনিয়োগের অপেক্ষায় নেই।

কার্নিজ ইন্ডিয়া ওয়ার্ল্ড টেকনোলজি সামিটে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল বলেন যে ভারতে চিনের বিনিয়োগ বিগত ২৫ বছর ধরে একই রয়েছে। তিনি বলেন, “ভারত নিজের স্বার্থ রক্ষা করবে। আমাদের কাছে ভারতই অগ্রগণ্য। আমাদের নীতি নির্ধারণও দেশের স্বার্থ ভেবেই করা হয়। বর্তমানে চিনের বিশেষ বিদেশি বিনিয়োগ নেই ভারতে। বিগত ২৫ বছর ধরে একই রয়েছে। যখন বাণিজ্যপথ খোলা ছিল, তখনও চিন ভারতে বিশেষ বিনিয়োগ করত না। আমরা এখনও চিনের থেকে বড় বিনিয়োগ আসবে বলে আশা করছি না। বর্তমানে এটাই নীতি।”

তিনি আরও বলেন, “আমাদের প্রচেষ্টা থাকবে উন্নত বিশ্বের সঙ্গে আমাদের অর্থনীতিকে মিশিয়ে দেওয়া। আমরা স্বচ্ছ বাণিজ্যে বিশ্বাস করি, যেখানে সকলে ব্যবসা ও বিনিয়োগ করার সমান সুযোগ পাবে। সবকিছুই পারস্পরিক বিশ্বাস ও লাভের উপরে ভিত্তি করে হবে। তাই ব্যক্তিগতভাবে আমি বড় কোনও অস্থিরতা দেখছি  না। আমি মনে করি এই রিসেট বিশ্বের জন্য খুব ভাল হবে।”