Anurag Thakur: ‘পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলা বন্ধ রাখা উচিত’, কেন এই কথা বললেন অনুরাগ ঠাকুর?

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Sep 15, 2023 | 4:33 PM

Cross Border Terrorism: শুক্রবার অনুরাগ ঠাকুর বলেন, "পাকিস্তানের সঙ্গে খেলা বন্ধ করে দেওয়া উচিত। ভারতীয়দের অনুভূতিকে সম্মান দিয়েই পাকিস্তানের সঙ্গে ক্রীড়া জগতের যাবতীয় সম্পর্ক ছিন্ন করা উচিত। অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ না থামলে পাকিস্তানের সঙ্গে কোনও দ্বিপাক্ষিক ম্যাচ হবে না।"

Anurag Thakur: পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলা বন্ধ রাখা উচিত, কেন এই কথা বললেন অনুরাগ ঠাকুর?
অনুরাগ ঠাকুর।
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: দুর্গাপুজোর সময়ই রয়েছে ক্রিকেট বিশ্বকাপ (ODI World Cup 2023)। এদিকে, ভারতে খেলতে আসা নিয়ে বেগড়বাই করছে পাকিস্তান। তার আগেই বড় মন্তব্য করলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur)। তিনি বললেন, ভারতীয়দের অনুভূতির কথা মাথায় রেখে পাকিস্তানের (Pakistan) সঙ্গে খেলা বন্ধ করে দেওয়া উচিত ভারতের। শুক্রবার তিনি সাফ জানান, অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ না থামলে, ক্রিকেটেও পাকিস্তানের সঙ্গে কোনও দ্বিপাক্ষিক সম্পর্ক থাকবে না। বিসিসিআই বহু দিন আগেই এই নিয়ে সিদ্ধান্ত নিয়েছে বলে জানান ক্রীড়ামন্ত্রী।

দেশভাগের সময় থেকেই আদায়-কাঁচকলায় সম্পর্ক ভারত-পাকিস্তানের। আন্তর্জাতিক সীমান্ত নিয়ে বিরোধ থেকে শুরু করে সন্ত্রাসবাদ- একাধিক ইস্যু নিয়েই বিগত ৭৫ বছর ধরে দুই দেশের মধ্যে লাগাতার বিরোধ চলছে। এর প্রভাব পড়েছে ক্রীড়া জগতেও। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ বহু বছর ধরেই বন্ধ। চলতি এশিয়া কাপেও ভারত পাকিস্তানে খেলতে যেতে রাজি হয়নি। পাল্টা পাকিস্তানও ভারতে বিশ্বকাপ খেলতে আসতে চাইছে না। সম্প্রতিই বিসিসিআইয়ের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পাকিস্তানে গিয়েছিলেন। সেখানে দ্বিপাক্ষিক সিরিজ পুনরায় চালু করা নিয়ে আলোচনা হয়েছিল। কিন্তু তা খুব একটা ফলপ্রসু হয়নি। এরই মাঝে বড় মন্তব্য করলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।

শুক্রবার অনুরাগ ঠাকুর বলেন, “পাকিস্তানের সঙ্গে খেলা বন্ধ করে দেওয়া উচিত। ভারতীয়দের অনুভূতিকে সম্মান দিয়েই পাকিস্তানের সঙ্গে ক্রীড়া জগতের যাবতীয় সম্পর্ক ছিন্ন করা উচিত। বিসিসিআই বহুদিন আগেই স্থির করেছিল যে অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ না থামলে পাকিস্তানের সঙ্গে কোনও দ্বিপাক্ষিক ম্যাচ হবে না। আমার মনে হয়, এটা দেশের প্রতিটি নাগরিকেরই মত।”

প্রসঙ্গত, চলতি এশিয়া কাপের সমস্ত ম্যাচই পাকিস্তানে হওয়ার কথা ছিল, কিন্তু বিসিসিআইয়ের তরফে জানানো হয়, ভারত সরকারের অনুমতি না মেলায় পড়শি দেশে খেলতে যাওয়া সম্ভব নয়। পাল্টা জবাবে পাকিস্তান ক্রিকেট বোর্ডও ভারতে ওডিআই বিশ্বকাপ বয়কট করার হুঁশিয়ারি দিয়েছে বারংবার।

Next Article