চিন যেন নস্যি! এত বাড়ছে, এত বাড়ছে যে ২১০০ সালের মধ্যে বিশ্বসেরা হবে ভারত
India's Population: বিবর্তনের পর্যায়ে পৌছবে ২০৮৫ সালে। সেই সময়ে ভারতের জনসংখ্যা পৌঁছবে ১.৬১ বিলিয়ন অর্থাৎ ১৬১ কোটিতে। সেই সময়ও চিনের জনসংখ্যার দ্বিগুণ হবে ভারতের জনসংখ্যা। যত সময় বাড়বে, জনসংখ্যার ব্যবধানও ততই বাড়তে থাকবে।
নয়া দিল্লি: বাড়ছে জনসংখ্যা। হতে চলেছে জনবিস্ফোরণ। মাথা গোঁজার ঠাঁই তো দূর , পা ফেলারও জায়গা থাকবে না। এবং তা জনসংখ্য়া বৃদ্ধির সবথেকে ভয়ঙ্কর চিত্র ধরা পড়বে ভারতেই। তবে সেই সংখ্যাটা কত? উদ্বেগের চিত্র ধরা পড়ল রাষ্ট্রপুঞ্জের তথ্যে। রাষ্ট্রপুঞ্জের আনুমান, আগামী ২১০০ সালের মধ্যে ভারতের জনসংখ্যা প্রায় ১.৫ বিলিয়নে পৌঁছতে চলেছে। চিনের দ্বিগুণ হতে চলেছে ভারতের জনসংখ্যা।
রাষ্ট্রপুঞ্জের তরফে প্রকাশিত তথ্যে জানানো হয়েছে, ২১০০ সালের মধ্যে ভারতের জনসংখ্যা প্রায় ১.৫ বিলিয়ন অর্থাৎ ১৫০ কোটি হতে চলেছে। সেখানেই চিনের জনসংখ্যা হবে ৬৩৩ মিলিয়ন বা ৬৩ কোটির কাছাকাছি।
বিবর্তনের পর্যায়ে পৌছবে ২০৮৫ সালে। সেই সময়ে ভারতের জনসংখ্যা পৌঁছবে ১.৬১ বিলিয়ন অর্থাৎ ১৬১ কোটিতে। সেই সময়ও চিনের জনসংখ্যার দ্বিগুণ হবে ভারতের জনসংখ্যা। যত সময় বাড়বে, জনসংখ্যার ব্যবধানও ততই বাড়তে থাকবে।
জনসংখ্যা বৃদ্ধির নিরিখে ভারত, চিনের পরই থাকবে পাকিস্তান। ২১০০ সালে পাকিস্তানের জনসংখ্যা ৫১১ মিলিয়ন অর্থাৎ ৫১.১ কোটি হবে। এরপরই থাকবে নাইজেরিয়া, ৪৭৭ মিলিয়ন বা ৪৭.৭ কোটিতে পৌঁছবে নাইজেরিয়ার জনসংখ্যা। ডেমোক্রাটিক কঙ্গোর জনসংখ্যা পৌঁছবে ৪৩১ মিলিয়ন বা ৪৩.১ কোটিতে। ২১০০ সালের মধ্যে আমেরিকার জনসংখ্য়া ৪২১ মিলিয়ন বা ৪২.১ কোটিতে পৌঁছবে।