Unnao Case: কোটি টাকা হাতিয়ে তাড়িয়ে দিয়েছে মা, পুলিশের দ্বারস্থ উন্নাওয়ের নির্যাতিতা

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Nov 05, 2023 | 8:08 AM

Police Complaint: উন্নাও ধর্ষণ কাণ্ডে নির্যাতিতার কাকাও অভিযুক্ত। ২০১৯ সালে তাঁকে ১০ বছরের সাজা দেওয়া হয়। বর্তমানে তিহাড় জেলে রয়েছেন তিনি। নির্যাতিতার অভিযোগ, তাঁর কাকা এক মহিলার সাহায্য নিয়ে পরিবারের অ্যাকাউন্ট থেকে ওই টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করিয়ে নিয়েছেন।

Unnao Case: কোটি টাকা হাতিয়ে তাড়িয়ে দিয়েছে মা, পুলিশের দ্বারস্থ উন্নাওয়ের নির্যাতিতা
প্রতীকী চিত্র
Image Credit source: Twitter

Follow Us

লখনউ: ২০১৭ সালের উন্নাও ধর্ষণ কাণ্ডের কথা মনে আছে? নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের ঘটনাকে ঘিরে উথাল-পাথাল হয়েছিল গোটা দেশ। যাবজ্জীবন কারাদণ্ডের সাজা পেয়েছেন প্রধান অভিযুক্ত প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেঙ্গার। ফের একবার খবরের শিরোনামে উথে আসলেন উন্নাওয়ের নির্যাতিতা। এবার নিজের মা, বোন ও কাকার বিরুদ্ধেই মারাত্মক অভিযোগ আনলেন যুবতী।

উন্নাও কাণ্ডের ধর্ষিতার অভিযোগ, সরকার ও বিভিন্ন এনজিও থেকে তাঁকে যে আর্থিক সাহায্য দেওয়া হয়েছিল, তা কেড়ে নিয়েছে তাঁর মা, বোন ও কাকা। বাড়ি থেকে তাড়িয়েও দেওয়া হয়েছে তাঁকে। নির্যাতিতা ইতিমধ্যেই পুলিশে মোট চারজনের নামে অভিযোগ দায়ের করেছেন।

জানা গিয়েছে, বর্তমানে ওই যুবতী বিবাহিত ও গর্ভবতীও। তাঁর অভিযোগ, ২০১৭ সালের ওই মর্মান্তিক ঘটনার পর সরকার ও বিভিন্ন এনজিও থেকে যে আর্থিক সাহায্য পেয়েছিলেন, তা কেড়ে নিয়েছে তাঁর মা, বোন ও কাকা। যে সময়ে সরকারের তরফে আর্থিক সাহায্য দেওয়া হয়েছিল, সেই সময় নাবালিকা থাকায়, তাঁ মায়ের কাছেই টাকা দেওয়া হয়েছিল। এখন তাঁর টাকার প্রয়োজন থাকলেও সেই টাকা পাচ্ছেন না।

উন্নাও ধর্ষণ কাণ্ডে নির্যাতিতার কাকাও অভিযুক্ত। ২০১৯ সালে তাঁকে ১০ বছরের সাজা দেওয়া হয়। বর্তমানে তিহাড় জেলে রয়েছেন তিনি। নির্যাতিতার অভিযোগ, তাঁর কাকা এক মহিলার সাহায্য নিয়ে পরিবারের অ্যাকাউন্ট থেকে ওই টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করিয়ে নিয়েছেন। টাকার হিসাব চাইলে তাঁর কাকা জানায়, মামলা লড়তেই ৭ কোটি টাকা খরচ হয়েছে। উল্টে তাঁর কাছেই আরও টাকা দাবি করেন।

অন্যদিকে, তাঁর বোনও টাকার লোভে তাঁর স্বামীকে মিথ্যা ধর্ষণের মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে বলে পুলিশকে জানিয়েছে নির্যাতিতা। কাকার কথাতেই তাঁর মা ও বোন সরকারের দেওয়া দিল্লিতে বাড়ি থেকে তাঁকে বের করে দিয়েছেন বলেও অভিযোগ। পুলিশের কাছে নির্যাতিতা পৃথিবীতে  এখনও না আসা সন্তানের সুরক্ষার আবেদন জানিয়েছেন।

Next Article