উন্নাও ধর্ষণ কাণ্ড: বিজেপি বিধায়কের ভাইয়ের সাজা মকুবের আবেদন খারিজ

Jan 26, 2024 | 8:08 PM

২০১৭ সালে উত্তর প্রদেশের উন্নাও জেলায় ধর্ষণের শিকার হন এক কিশোরী। অভিযোগ ওঠে বিজেপি বিধায়ক এবং তাঁর সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে। কিন্তু সেই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করেনি পুলিশ। উল্টে নির্যাতিতার পরিবারকে হেনস্থার শিকার হতে হয়েছিল। এর পর ২০১৮ সালের ৯ এপ্রিল অস্ত্র মামলায় গ্রেফতার হন নির্যাতিতার বাবা।

উন্নাও ধর্ষণ কাণ্ড: বিজেপি বিধায়কের ভাইয়ের সাজা মকুবের আবেদন খারিজ
দিল্লি হাইকোর্ট

Follow Us

নয়াদিল্লি: উন্নাও ধর্ষণকাণ্ডে ধর্ষিতার বাবাকে খুন হয়েছিলেন। ধর্ষিতার বাবাকে খুনে দোষী সাব্যস্ত হন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেনগারের তাঁর ভাই জয়দীপ সিং সেনগার। আদালত তাঁকে ১০ বছরের জেল সাজার নির্দেশ দেয়। জেলের সাজা থেকে মুক্তি পেতে দিল্লি হাইকোর্টে আবেদন করেছিলেন জয়দীপ। সেই আবেদন খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট। বিচারপতি স্বর্ণ কান্ত শর্মা এই আবেদন শুক্রবার খারিজ করেছেন।

২০১৭ সালে উত্তর প্রদেশের উন্নাও জেলায় ধর্ষণের শিকার হন এক কিশোরী। অভিযোগ ওঠে বিজেপি বিধায়ক এবং তাঁর সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে। কিন্তু সেই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করেনি পুলিশ। উল্টে নির্যাতিতার পরিবারকে হেনস্থার শিকার হতে হয়েছিল। এর পর ২০১৮ সালের ৯ এপ্রিল অস্ত্র মামলায় গ্রেফতার হন নির্যাতিতার বাবা। পুলিশি হেফাজতেই মৃত্যু হয় তাঁর। এর পর উত্তর প্রদেশের বাসভবনের মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই কিশোরী।

এর পর ২০১৯ সালে দোষী সাব্যস্ত হন বিজেপি বিধায়ক এবং তাঁর ভাই। ২০২০ সালে তাঁদের জেলের সাজার ঘোষণা হয়। সেই সঙ্গে নির্যাতিতাকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দেয় আদালত।

এই সাজার থেকে মুক্তি পেতেই দিল্লি হাইকোর্টে আবেদন করেছিল বিধায়কের ভাই। মুখে ক্যান্সারের কথা বলে করেছিলেন সাজা মকুবের আবেদন। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে গেল আদালতে।

Next Article