Snowfall: তাড়াতাড়ি শীত পড়বে? অক্টোবরেই সাদা তুষারে ঢাকা পড়ল কাশ্মীর

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Oct 16, 2023 | 8:23 PM

Winter coming: প্রথম তুষারপাতেই নভেম্বরের ঠান্ডা অনুভব করছেন কাশ্মীরের বাসিন্দারা। বিশেষত, কাশ্মীরের উচ্চ উপত্যকায় সোয়েটার, চাদরও বের করতে হয়েছে বাসিন্দাদের। তাঁদের কথায়,  "এবছর যেন তাড়াতাড়ি শীত চলে এল। গত কয়েক বছরে এত তাড়াতাড়ি তুষারপাত দেখেননি বলেও তাঁরা জানাচ্ছেন।"

Snowfall: তাড়াতাড়ি শীত পড়বে? অক্টোবরেই সাদা তুষারে ঢাকা পড়ল কাশ্মীর
অক্টোবরেই তুশারপাত কাশ্মীরে।
Image Credit source: PTI

Follow Us

শ্রীনগর: অক্টোবরের শুরু থেকেই হিমেল হাওয়া বইতে শুরু করেছিল। তাহলে কি এবার শীত তাড়াতাড়ি আসবে? এমন প্রশ্ন অনেকের মনেই উঁকি দিয়েছিল। সেই প্রশ্ন অমূলক নয়। সত্যিই এবছর শীত তাড়াতাড়ি আসতে চলেছে। ইতিমধ্যে সাদা তুষারে ভরে গিয়েছে পিরপিঞ্জল পাহাড় থেকে জম্মু-কাশ্মীর (Jammu & Kashmir) উপত্যকা। বলা যায়, চলতি বছরের প্রথম তুষারপাত (snowfall) হয়েছে কাশ্মীরে। যা দেখে বিস্মিত কাশ্মীরের বাসিন্দারাও। শুধু তুষারপাত নয়, বইছে কনকনে ঠান্ডা হাওয়া (cold wind)।

সাধারণত, নভেম্বর থেকে কাশ্মীরে ঠান্ডা পড়তে শুরু করে। নভেম্বরের আগে গুলমার্গ, এমনকি সোনমার্গের সেভাবে বরফের দেখা মেলে না। কিন্তু, এবছর অক্টোবরের ১৫ তারিখেই সাদা তুষারে ভরে গেল গুলমার্গ, সোনমার্গ-সহ জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অঞ্চল। এমনকি দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান থেকে পুঞ্চ, রাজৌরির সংযোগকারী রাস্তা, মুঘল রোডও সাদা তুষারে আবৃত। ফলে রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে। আবার উত্তর কাশ্মীরের গুরেজ থেকে চেনাব ভ্যালির ভাদারওয়া পর্যন্ত বিস্তীর্ণ এলাকাতেও তুষারপাতের জেরে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়েছে। কুপওয়ারা-কারনাহ রোডেও ব্যাপক তুষারপাত হয়েছে। যার জেরে মাঝরাস্তায় আটকে পড়েছে বহু পর্যটকের গাড়ি।

এদিকে, প্রথম তুষারপাতেই নভেম্বরের ঠান্ডা অনুভব করছেন কাশ্মীরের বাসিন্দারা। বিশেষত, কাশ্মীরের উচ্চ উপত্যকায় সোয়েটার, চাদরও বের করতে হয়েছে বাসিন্দাদের। তাঁদের কথায়,  “এবছর যেন তাড়াতাড়ি শীত চলে এল। গত কয়েক বছরে এত তাড়াতাড়ি তুষারপাত দেখেননি বলেও তাঁরা জানাচ্ছেন।”

অসময়ে তুষারপাতের ফলে আপেল চাষের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। যদিও আবহাওয়া দফতর আগেই মঙ্গলবারের মধ্যে ফসল তুলে নেওয়ার সতর্কবার্তা দিয়েছিল। তবে মঙ্গলবারের আগেই সাদা তুষারে ঢাকা পড়ল কাশ্মীর। মঙ্গলবারের পর থেকে অবশ্য আবহাওয়ার উন্নতি হবে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। অন্যদিকে, রাস্তায় জমাট থাকা তুষার সরিয়ে দ্রুত যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে সেনা ও জেলা প্রশাসন।

Next Article