
হাপুর: রয়্যাল এনফিল্ডের তৈরি বাইক জনপ্রিয় বাইকগুলির মধ্যে অন্যতম। এই বাইকে সাইলেন্সারের আওয়াজও কম নয়। কিন্তু অনেকেই আছে অতিরিক্ত আওয়াজের জন্য অবৈধ সাইলেন্সার লাগিয়ে থাকেন। এর জেরে সেই বাইক চালাচেই বিকট আওয়াড হয়ে থাকে। যা অনেকের কাছেই বিরক্তির কারণ হয়। এই ধরনের বাইকের বিরুদ্ধে ব্যবস্থা নিল প্রশাসন। উত্তর প্রদেশের হাপুরের পুলিশ প্রশাসন এর বিরুদ্ধে অভিনব ব্যবস্থা নিয়েছে।
হাপুরের পুলিশ সুপার অভিষেক ভার্মা ‘অপারেশন পটাকা’ নামের একটি অভিযান শুরু করেছিলেন। এই অভিযানের অংশ হিসাবে অবৈধ সাইলেন্সার বাইক থেকে খুলে দিয়েছিল ট্রাফিক পুলিশ। তার পর রোলারে করে গুঁড়িয়ে দেওয়া হয়েছে সেই সব বাইক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই সব বাইকের অত্যাচারে অতিষ্ট হচ্ছিলেন পথচারীরা। অনেক দিন ধরেই এ নিয়ে অভিযোগ জমা হচ্ছিল। তার পরই কড়া ব্যবস্থা নিতে দেখা গেল পুলিশকে।
এ বিষয়ে হাপুরের ট্রাফিক ইনস্পেক্টর অমিত সিং বলেছেন, “বুলেট বাইকে থাকা নন স্ট্যান্ডার্ড এবং অবৈধ সাইলেন্সার খুবই সমস্যা তৈরি করছিল। সাধারণ মানুষ আওয়াজের জেরে বিরক্ত হচ্ছিলেন। ব্যাপক হারে শব্দ দূষণ হচ্ছিল। সে জন্য এই পদক্ষেপ করা হয়েছে।” পুলিশ সুপার অভিষেক শর্মা এ বিষয়ে বলেছেন, “দীর্ঘ দিন ধরেই আমাদের কাছে এই সাইলেন্সার সংক্রান্ত অভিযোগ জমা হচ্ছিল। বাজি ফাটার মতো আওয়াজ হত এই বাইকের সাইলেন্সার থেকে। তাই এই অভিযান চালানো হয়েছে।” হাপুর পুলিশ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রায় ৪০০টি সাইলেন্সার নষ্ট করা হয়েছে। এর দাম প্রায় ৯ লক্ষ টাকা।