
মুজফ্ফরনগর: ছাত্রদের দিয়ে শ্রমিকের কাজ করানোর অভিযোগ উঠল স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। উত্তর প্রদেশের মুজফ্ফরনগর জেলার তাজপুর গ্রামের সরকারি স্কুলের ছাত্রদের সঙ্গে ঘটেছে ওই ঘটনা। ওই গ্রামে একটি ধর্মীয় স্থানের নির্মাণকাজ চলছিল। সেই কাজের জন্যই স্কুলের ছাত্রদের দিয়ে জোর করে ইট বওয়ানোর অভিযোগ উঠেছে। স্কুলের প্রধান শিক্ষক এবং গ্রামের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দিনকয়েক আগে। কিন্তু সেই ঘটনার ভিডিয়ো সম্প্রতি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তার পরই বিষয়টি নিয়ে ছড়িয়েছে বিতর্ক।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, ইউনিফর্ম পরে রয়েছে স্কুলের বেশ কয়েক জন ছাত্র। তাদের বয়স ৮ থেকে ১০ বছরের মধ্যে। ইউনিফর্ম পরেই ওই ছাত্ররা স্কুলের সামনে একটি জায়গা থেকে ইট মাথায় করে নিয়ে যাচ্ছে স্কুলের পাশে একটি নির্মাণকেন্দ্রে। এই ঘটনার সময় অভিযুক্ত শিক্ষককেও সেখানে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। এমনকি দ্রুত ইট তোলার কাজ করতে ছাত্রদের নির্দেশ দিতে দেখা যাচ্ছে তাঁকে।
এই ভিডিয়ো ছড়াতেই ওই ছাত্রদের অভিভাবকরা জেলাশাসকের কাছে অভিযোগ জানিয়েছেন। পঞ্চায়েত প্রধান শক্তি মোহন এবং স্কুল শিক্ষক অনুজ কুমারের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তাঁরা। এই অভিযোগ পেয়েই সেখানকার জেলাশাসক অরবিন্দ মালাপ্পা একটি তদন্ত কমিটি গঠন করেছেন। সেই কমিটিতে রয়েছেন বেসিক শিক্ষা অধিকারী এবং স্থানীয় থানার পুলিশকর্মীরা। ঘটনা নিয়ে এক ছাত্রের বাবা বলেছেন, “স্কুল চলাকালীন ছোট ছোট বাচ্চাদের দিয়ে ইট তুলতে বাধ্য করেছেন শিক্ষক। প্রখর রোদের মধ্যে বাচ্চাদের দিয়ে এই কাজ কেন করানো হয়েছে সেই প্রশ্ন জেলাশাসককে আমরা করেছি। উনি এ ব্যাপারে উপযুক্ত নেওয়ার আশ্বাস দিয়েছেন।”