Madurai Train Fire: লুকিয়ে-চুরিয়ে ট্রেনের কামরায় তোলা হয়েছিল সিলিন্ডার, মাদুরাই অগ্নিকাণ্ডে গ্রেফতার ট্যুর অপারেটর

Southern Railways: দক্ষিণ রেলওয়ের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, বেআইনিভাবে ট্যুর অপারেটর যাত্রীদের কামরায় রান্নার গ্যাস সিলিন্ডার ব্যবহার করার কারণেই অগ্নিকাণ্ড ঘটেছে। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ও রেলওয়ে আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।    

Madurai Train Fire: লুকিয়ে-চুরিয়ে ট্রেনের কামরায় তোলা হয়েছিল সিলিন্ডার, মাদুরাই অগ্নিকাণ্ডে গ্রেফতার ট্যুর অপারেটর
জ্বলন্ত ট্রেনের কামরা।Image Credit source: Twitter

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 27, 2023 | 7:26 AM

মাদুরাই: রেলের গাফিলতি নয়, যাত্রীদের অসাবধানতা ও নিয়ম ভাঙার কারণেই আগুন লেগেছিল মাদুরাইয়ের তীর্থযাত্রী বোঝাই ট্রেনে। শনিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ ভয়াবহ আগুন লাগে তামিলনাড়ুর মাদুরাই স্টেশনের কাছে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে। ওই অগ্নিকাণ্ডে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও ২০ জন। গতকালই দক্ষিণ রেলওয়ের তরফে জানানো হয়, যাত্রীরা ট্রেনের ভিতরে আগুন জ্বালিয়ে কফি বানানোর চেষ্টা করছিলেন। সেখান থেকেই আগুন লাগে। এবার জিআরপির তরফে উত্তর প্রদেশের এক ট্যুর অপারেটরের বিরুদ্ধে বেআইনিভাবে ট্রেনে গ্যাস সিলিন্ডার নিয়ে যাওয়ার অভিযোগ দায়ের করা হল। ইতিমধ্য়েই গ্রেফতার করা হয়েছে ওই ট্যুর অপারেটরকে।

শনিবার ভোরে আগুন লাগে মাদুরাইয়ের ওই ট্রেনে। জানা গিয়েছে, ওই ট্রেনের অধিকাংশ যাত্রীই তীর্থযাত্রী ছিলেন। তাদের পরবর্তী গন্তব্য ছিল তামিলনাড়ুর রামেশ্বরম। ওই ট্রেনের অধিকাংশ যাত্রীই উত্তর প্রদেশ থেকে এসেছিলেন। পুণ্যার্থীদের একটি বড় দলের ট্যুর অপারেটরই বেআইনিভাবে স্টোভ ও গ্যাস সিলিন্ডার নিয়ে উঠেছিলেন ট্রেনে। ভোরবেলায় নিজেদের দলের সকলের জন্য কফি বানাতে গিয়েই বিপত্তি ঘটে। স্টোভ ফেটে আগুন লেগে যায় ট্রেনের কামরায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায়,সকাল ৭টা ১৫ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

দক্ষিণ রেলওয়ের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, বেআইনিভাবে ট্যুর অপারেটর যাত্রীদের কামরায় রান্নার গ্যাস সিলিন্ডার ব্যবহার করার কারণেই অগ্নিকাণ্ড ঘটেছে। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ও রেলওয়ে আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।

ট্রেনের বাকি যাত্রীদের সুরক্ষিতভাবে বিমানে করে লখনউয়ে ফিরে আসার ব্যবস্থা করা হয়েছে। আইআরসিটিসির সঙ্গে মিলিত উদ্যোগে দক্ষিণ রেলওয়ে এই ব্যবস্থা করেছে। নিহত যাত্রীদের দেহও প্রয়োজনীয় মেডিক্যাল ও আইনি প্রক্রিয়া শেষ করার পর বিমানে করে লখনউয়ে নিয়ে আসা হবে বলে জানানো হয়েছে।