Operation Sindoor: উরি থেকে পহেলগাঁও, ‘হৃদয়ে’ আঘাত হলেই সেনার রুদ্ররূপ দেখেছে জঙ্গিরা
Operation Sindoor: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ১৫ দিনের মাথায় জবাব দিল ভারতীয় সেনা। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় আঘাত হানল। গুঁড়িয়ে দিল একাধিক জঙ্গিঘাঁটি। জানা গিয়েছে, শতাধিক জঙ্গি নিকেশ হয়েছে ভারতীয় সেনার প্রত্যাঘাতে।

নয়াদিল্লি: দেশবাসী যেমন চাইছেন, তেমন হবেই। দিন তিনেক আগে বলেছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাব কখন ও কীভাবে দেওয়া হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সেনার পূর্ণ স্বাধীনতা রয়েছে বলে বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার মধ্যরাতে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাব দিল ভারতীয় সেনা। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিল। তবে শুধু পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাব নয়। এর আগে ২০১৬ সালে উরি হামলার জবাব দিয়েছিল ভারতীয় সেনা। পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে ২০১৯ সালে পুলওয়ামা হামলারও জবাব দিয়েছিল ভারত।
উরি সার্জিক্যাল স্ট্রাইক-
২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার উরিতে সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছিল জইশ-ই-মহম্মদের জঙ্গিরা। সেই জঙ্গি হামলায় ১৯ জওয়ান প্রাণ হারান। জখম হয়েছিলেন ৩০ জন। ৬ ঘণ্টা গুলির লড়াইয়ের পর ৪ জঙ্গিকেও নিকেশ করা হয়।
সেইসময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন রাজনাথ সিং। প্রতিরক্ষামন্ত্রী ছিলেন প্রয়াত মনোহর পর্রীকর। জঙ্গি হামলার ২৪ ঘণ্টা পর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে তাঁরা বৈঠক করেন। সেই বৈঠকে অন্য পদস্থ আধিকারিকরাও ছিলেন।
এই জঙ্গি হামলার ১০ দিনের মাথায় সার্জিক্যাল স্ট্রাইক চালায় ভারতীয় সেনা। ভারতীয় কম্যান্ডোরা পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয়।
২০১৯ সালে বালাকোট এয়ার স্ট্রাইক-
উরি হামলার তিন বছরের মধ্য জম্মু ও কাশ্মীরে আরও একটি বড় হামলা চালায় জঙ্গিরা। ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় শ্রীনগর-জম্মু হাইওয়েতে সেনার কনভয়ে বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে ঢুকে জইশ-ই-মহম্মদের এক আত্মঘাতী জঙ্গি। বিস্ফোরণে ৪০ জওয়ান প্রাণ হারান।
হামলার জবাব দেয় ভারত। ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে জঙ্গিঘাঁটিতে এয়ার স্ট্রাইক করে ভারত। ২০ মিনিটের কম সময়ে বালাকোটে জইশের জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র গুঁড়িয়ে দেয় ভারত।
অপারেশন সিঁদুর-
গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরনে পর্যটকদের উপর হামলা চালিয়ে ২৬ জনকে হত্যা করে জঙ্গিরা। বেছে বেছে হিন্দু পর্যটকদের উপর হামলা চালানো হয়। হামলাকারী ও ষড়যন্ত্রকারীরা ছাড়া পাবে না বলে হুঙ্কার দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কখন, কীভাবে জবাব দেওয়া হবে, সেনাকে সেই নিয়ে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা দেন তিনি। দিন তিনেক আগে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও বলেছিলেন, “আপনারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজের ধরন জানেন। তিনি জীবনে কীভাবে ঝুঁকি নেন, তা আপনাদের অবগত। আমি আপনাদের নিশ্চিত করছি, আপনারা যেমন চাইছেন, তেমন হবেই।”
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ১৫ দিনের মাথায় জবাব দিল ভারতীয় সেনা। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় আঘাত হানল। গুঁড়িয়ে দিল একাধিক জঙ্গিঘাঁটি। জানা গিয়েছে, শতাধিক জঙ্গি নিকেশ হয়েছে ভারতীয় সেনার প্রত্যাঘাতে।





