AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Predator Drone: ভারতকে প্রিডেটর ড্রোন বিক্রিতে অনুমোদন মার্কিন কংগ্রেসের

ওয়াশিংটন সূত্রে এই প্রিডেটর ড্রোন সংক্রান্ত চুক্তির কথা জানা গিয়েছে। মার্কিন কংগ্রেসের অনুমোদন আসার পর এই ড্রোন কিনতে কোনও বাধা থাকল না। ভারতের অস্ত্র ভাণ্ডারে এই ড্রোনের অন্তর্ভুক্তি যে কেবল সময়ের অপেক্ষা, তাও বলাই যায়।

Predator Drone: ভারতকে প্রিডেটর ড্রোন বিক্রিতে অনুমোদন মার্কিন কংগ্রেসের
প্রিডেটর ড্রোনImage Credit: Twitter
| Updated on: Feb 01, 2024 | 4:47 PM
Share

ওয়াশিংটন: আমেরিকার থেকে প্রিডেটর ড্রোন কেনার কথা অনেক দিন ধরেই চালাচ্ছে ভারত। ভারতকে ড্রোন বিক্রির জন্য এ বার অনুমোদন পাশ হল মার্কিন কংগ্রেসে। মার্কিন কংগ্রেসের তরফে ড্রোন প্রস্তুতকারক সংস্থা জেনারাল অ্যাটোমিক্সকে ইতিমধ্যেই ছাড়পত্রের কথা জানিয়ে দেওয়া হয়েছে। ওই সংস্থা তৈরি করবে ৩১টি এমকিউ৯বি ড্রোন। মার্কিন কংগ্রেসের এই অনুমোদনের রিপোর্ট ২৪ ঘণ্টার মধ্যে জমা পড়ে যাবে বলেও মার্কিন সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে। এমনকি এই কথা ভারত সরকারকেও শীঘ্র জানিয়ে দেওয়া হবে।

যদিও আমেরিকার থেকে এই ড্রোন কেনার বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে ভারত সরকার। এখনও পর্যন্ত সরকারের তরফে তেমন কোনও ঘোষণা শোনা যায়নি। তবে ওয়াশিংটন সূত্রে এই প্রিডেটর ড্রোন সংক্রান্ত চুক্তির কথা জানা গিয়েছে। মার্কিন কংগ্রেসের অনুমোদন আসার পর এই ড্রোন কিনতে কোনও বাধা থাকল না। ভারতের অস্ত্র ভাণ্ডারে এই ড্রোনের অন্তর্ভুক্তি যে কেবল সময়ের অপেক্ষা, তাও বলাই যায়।

জানা গিয়েছে, আমেরিকার থেকে ৩১টি ড্রোন সরবরাহের পর ভারতীয় নৌবাহিনীতে ১৫টি ড্রোন যাবে। ৮টি করে ড্রোন ভারতীয় সেনা এবং এয়ারফোর্সের হাতে থাকবে। ইউএস স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার এ বিষয়ে বলেছেন, “আমেরিকা এবং ভারতের প্রতিরক্ষাখাতে সম্পর্ক উল্লেখযোগ্য পর্যায়ে পৌঁছেছে। গত এক দশকে তা অন্য মাত্রা পেয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গত বছর সফরের সময়ই এই ড্রোন নিয়ে নিশ্চয়তা দেওয়া হয়েছিল। মার্কিন কংগ্রেসও এর ছাড়পত্র দিল।”