Donald Trump: এক টাকাও না ঢেলে ভারতের ‘মৃত অর্থনীতি’ থেকে কোটি কোটি টাকা কামাচ্ছেন ট্রাম্প, কীভাবে দেখুন

Trump Towers in India: সবথেকে চমকপ্রদ বিষয় হল, ভারত থেকে বিপুল লাভ করলেও, এতে ট্রাম্পের বিনিয়োগ শূন্য। ব্রান্ড লাইসেন্সিং মডেলে ভারতে কাজ করে দ্য ট্রাম্প অর্গানাইজেশন।

Donald Trump: এক টাকাও না ঢেলে ভারতের মৃত অর্থনীতি থেকে কোটি কোটি টাকা কামাচ্ছেন ট্রাম্প, কীভাবে দেখুন
ট্রাম্প টাওয়ার।Image Credit source: X

|

Aug 07, 2025 | 2:43 PM

নয়া দিল্লি: হঠাৎ করেই যেন ভারতের প্রতি বিদ্বেষ তৈরি হয়েছে মার্কিন প্রেসিডেন্টের। ভারতের উপরে চাপাচ্ছেন শুল্কের বোঝা। ভারত ও রাশিয়ার অর্থনীতিকে ‘মৃত অর্থনীতি’ বলেই অপমান করেছেন ডোনাল্ড ট্রাম্প, তবে জানেন কি, এই ‘মৃত অর্থনীতি’-তেই ট্রাম্পের ব্যবসার দারুণ রমরমা। আমেরিকার পর ভারতেই তাঁর সংস্থার সবথেকে বড় বাজার।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসলে একজন ব্যবসায়ী। রিয়েল এস্টেট, হোটেলের বিশাল ব্যবসা তাঁর। ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, ভারতের এই ‘মৃত অর্থনীতি’ থেকে ট্রাম্পের ব্যবসা ১৭৫ কোটি টাকা আয় করেছে, তাও শুধুমাত্র লাইসেন্সিং ফি-এর মাধ্যমেই। ২০১২ সালে ভারতে পা রাখা ট্রাম্পের রিয়েল এস্টেট ৩ মিলিয়ন স্কোয়ার ফিট থেকে প্রায় চারগুণ বেড়ে ১১ মিলিয়ন স্কোয়ার ফুটে পৌঁছেছে।

শূন্য বিনিয়োগ, লাভ কোটি কোটি-

সবথেকে চমকপ্রদ বিষয় হল, ভারত থেকে বিপুল লাভ করলেও, এতে ট্রাম্পের বিনিয়োগ শূন্য। ব্রান্ড লাইসেন্সিং মডেলে ভারতে কাজ করে দ্য ট্রাম্প অর্গানাইজেশন। অর্থাৎ রিয়েল এস্টেট বা বড় বড় বিলাসবহুল বাড়িগুলি তৈরি করে ভারতের নির্মাণকারী সংস্থাগুলি, তাতে কেবল ‘ট্রাম্প’  নামটি ব্যবহার করা হয়। সহজ কথায় বলতে গেলে ভারতীয় নির্মাণ সংস্থাই বিনিয়োগ, নির্মাণ, তার প্রচার সব কাজ করে। শুধু নাম ব্যবহার করে লাভের গুড় পান ট্রাম্প।

ভারতে ট্রাম্প অর্গানাইজেশনের অন্যতম পার্টনার হল ট্রিবেকা (Tribeca)। এছাড়াও লোধা গ্রুপ, পঞ্চশীল রিয়েলটি, এম৩এম গ্রুপ ও ইউনিমার্কও ট্রাম্পের সংস্থার সঙ্গে কাজ করে। কলকাতাতেও বাইপাসের উপরে ট্রাম্প টাওয়ার তৈরি করছে এই সংস্থা। ২০১৭ সাল থেকে কাজ শুরু করলেও, এখনও তার কাজ শেষ হয়নি। ২০২৬ সালের জুন মাসের মধ্যে টাওয়ার তৈরির কাজ শেষ হওয়ার কথা।

মুম্বই, পুণে, গুরুগ্রাম ও কলকাতায় ট্রাম্প টাওয়ার রয়েছে। নয়ডা, হায়দরাবাদ, বেঙ্গালুরুতে ৬টি নতুন প্রজেক্টের কাজ চলছে। এর মধ্যে রয়েছে পুণের ট্রাম্প ওয়ার্ল্ড সেন্টার, ২৭ তলার টুইন টাওয়ার তৈরি হবে। এখান থেকে ২৫০০ কোটি টাকা আয় হবে। এছাড়া ট্রাম্প গল্ফ কোর্স ও লাক্সারি ভিলা, ট্রাম্প টাওয়ারও তৈরি হচ্ছে।  ট্রিবেকার তথ্য অনুযায়ী, ট্রাম্প ব্রান্ডের ব্যবসা ১৫ হাজার কোটি টাকায় পৌছবে।

দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হওয়ার পরই, ভারতে বিগত ৮ মাসে ট্রাম্প ব্রান্ডের ব্যবসা ভয়ঙ্করভাবে বৃদ্ধি পেয়েছে।