ট্রাম্পের হুমকির পরই রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে ভারত? আসল সত্যিটা কী?

India-US Relation: ভারতের উপরে ২৫ শতাংশ আমদানি শুল্ক চাপানোর ঘোষণার সময়ই মার্কিন প্রেসিডেন্ট ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন যে ভারত রাশিয়া থেকে ক্রুড তেল ও সামরিক অস্ত্র কেনে বলে তাদের উপরে পেনাল্টি চাপানো হবে।

ট্রাম্পের হুমকির পরই রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে ভারত? আসল সত্যিটা কী?
ফাইল চিত্র।Image Credit source: PTI

|

Aug 02, 2025 | 1:07 PM

নয়া দিল্লি: চাপিয়েছেন ট্যারিফ। রাশিয়ার সঙ্গে বন্ধুত্বের জন্য আবার পেনাল্টি চাপানোর কথাও বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই ট্যারিফ নিয়ে টানাটানির মাঝেই মার্কিন প্রেসিডেন্ট শনিবার বড় দাবি করে বসলেন। তাঁর দাবি, ভারত রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে। সত্যিই কি তাই?

ভারত রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করলে, তা ভাল পদক্ষেপ বলেই উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে  ভারত সরকার সূত্রে খবর, এমন কোনও পদক্ষেপ করাল হয়নি। তেল আমদানি বন্ধ করা সংক্রান্ত কোনও খবর নেই।

ভারতের উপরে ২৫ শতাংশ আমদানি শুল্ক চাপানোর ঘোষণার সময়ই মার্কিন প্রেসিডেন্ট ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন যে ভারত রাশিয়া থেকে ক্রুড তেল ও সামরিক অস্ত্র কেনে বলে তাদের উপরে পেনাল্টি চাপানো হবে। গতকাল ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “ভারত আর রাশিয়ার থেকে তেল কিনবে না। আমি সেটাই শুনেছি। আমি জানি না এটা সঠিক কি না, তবে এটা ভাল পদক্ষেপ। আমরা দেখব কী হয়।”

এদিকে, ভারতের বিদেশ মন্ত্রক সূত্রে খবর, রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করার কোনও খবর নেই। ভারতের কোনও অয়েল ফার্ম রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করেনি। অফিসিয়াল কোনও বিবৃতি না থাকলেও, বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল একই ধরনের মন্তব্য করেছেন।

প্রসঙ্গত, ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ। রাশিয়া থেকে তেল আমদানিতে শীর্ষে রয়েছে ভারত।