Modi-Biden Meet: প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠকের পরই টুইট বাইডেনের, দিলেন সু-সম্পর্কের প্রতিশ্রুতি

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 09, 2023 | 8:35 AM

Modi-Biden Meet: শুক্রবার সন্ধ্যায় ৭টায় দিল্লি পৌঁছন জো বাইডেন। এর কিছুক্ষণ পরই মোদীর সঙ্গে আলোচনায় বসেছিলেন তিনি। প্রধানমন্ত্রীর বাসভবনে নৈশভোজের আয়োজন করা হয়েছিল বাইডেনের জন্য।

Modi-Biden Meet: প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠকের পরই টুইট বাইডেনের, দিলেন সু-সম্পর্কের প্রতিশ্রুতি
মোদী-বাইডেন সাক্ষাৎ
Image Credit source: twitter

Follow Us

নয়া দিল্লি: জি ২০ শীর্ষ সম্মেলন শুরু হওয়ার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক সেরেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার রাতে সেই বৈঠকে আলোচনা হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে। প্রতিরক্ষা থেকে মহাকাশ গবেষণা, একাধিক বিষয় উঠে এসেছে আলোচনায়। এরপরই ভারত-আমেরিকার সম্পর্ক অটুট রাখার বার্তা দিয়েছেন বাইডেন।

মোদীর সঙ্গে বৈঠকের পরই টুইটার তথা এক্স মাধ্যমে একটি পোস্ট করেছেন তিনি। লিখেছেন, ‘প্রধানমন্ত্রী, আপনার সঙ্গে সাক্ষাৎ হয়ে ভাল লাগল।’ তিনি আরও উল্লেখ করেছেন, আমেরিকা ও ভারতের সম্পর্ক যাতে অটুট থাকে, দুই দেশ যাতে আরও বেশি কাছাকাছি আসে, বাঁধন আরও পোক্ত হয়, সেটাই নিশ্চিত করা হবে।

শুক্রবার সন্ধ্যায় ৭টায় দিল্লি পৌঁছন জো বাইডেন। এর কিছুক্ষণ পরই মোদীর সঙ্গে আলোচনায় বসেছিলেন তিনি। প্রধানমন্ত্রীর বাসভবনে নৈশভোজের আয়োজন করা হয়েছিল বাইডেনের জন্য। আলোচনার পর যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে। দুই রাষ্ট্রনেতাই একযোগে কাজ করার কথা বলেছেন সেই বিবৃতিতে। ৬জি থেকে শুরু করে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (কৃত্রিম বুদ্ধিমত্তা), সব বিষয়েই সহযোগিতার বার্তা দিয়েছে দুই দেশ।

উল্লেখ্য, দ্বিপাক্ষিক আলোচনায় চন্দ্রযান-৩ -এর সাফল্যে অভিনন্দন জানিয়েছেন বাইডেন। উল্লেখ করেছেন, ভারত মহাকাশ গবেষণায় এক নতুন ইতিহাস তৈরি করেছে। পাশাপাশি ভারতের প্রথম সৌর মিশন আদিত্য এল-১-এর সফল উৎক্ষেপণের জন্যও অভিনন্দন জানিয়েছেন বাইডেন। আগামিদিনে ইসরো ও নাসা যাতে যৌথভাবে মহাকাশ গবেষণার ক্ষেত্রে কাজ করতে পারে, সেই বিষয়েও আলোচনা হয়েছে। ভারত যাতে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য হতে পারে তার জন্য সমর্থন করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

Next Article