
ওয়াশিংটন: শুল্ক নিয়ে চলছে দর কষাকষি। ট্রাম্পের নীতিতে ভাগ্য ঘুরে যেতে পারে ভারতের। এরই মাঝে ভারত সফরে আসছেন মার্কিন উপ রাষ্ট্রপতি জেডি ভান্স। আগামী সপ্তাহেই ভারত সফরে আসছেন তিনি। দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। ঘুরতে যাবেন আগ্রা, জয়পুরে।
জানা গিয়েছে, আগামী ১৮ থেকে ২৪ এপ্রিল মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভান্স ইটালি ও ভারত সফরে আসছেন। সঙ্গে আসছেন তাঁর ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী ও তিন সন্তানও। একদিকে যেমন ভারতের দর্শনীয় স্থান ভ্রমণ করবেন তারা, পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অন্য়ান্য মন্ত্রীদের সঙ্গে অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনাও করবেন।
ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক সেরেই ভারতে পা রাখবেন জেডি ভান্স ও তাঁর পরিবার। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে একান্ত বৈঠক করবেন তিনি।
মার্কিন ভাইস প্রেসিডেন্টের ভারত সফর এমন মুহূর্তে হচ্ছে, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ যুদ্ধ শুরু করেছেন। ভারতের উপরও ২৬ শতাংশ শুল্ক ঘোষণা করেছেন ট্রাম্প। তবে আপাতত তিন মাসের জন্য ছাড় দিয়েছেন। এই সময়ের মাঝেই দুই দেশ বাণিজ্য নিয়ে চুক্তির আলোচনা করছে।
ইতিমধ্যেই গত ফেব্রুয়ারিতে ভারত-আমেরিকার মধ্যে একটি বাণিজ্যচুক্তি হয়েছে, যাতে ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য় ৫০০ বিলিয়ন ডলারে পৌঁছবে বলে অনুমান।