
নয়া দিল্লি: একদিকে শুল্কের চাপ, ভাঙছে ভারত-আমেরিকার পুরনো বন্ধুত্ব। অন্যদিকে আবার সেই সময়ই ভারতের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে রাশিয়া-চিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) ভারত সফরেও আসছেন চলতি বছরই। এই সবের মাঝে এবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) ভারতে আসার পরিকল্পনা বাতিল করে দিলেন।
নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী, কোয়াড সামিটে যোগ দিতে ভারতে আসার পরিকল্পনা থাকলেও, তা বাতিল করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বছর তাঁর ভারতে আসার পরিকল্পনা নেই। তবে ভারত বা আমেরিকা সরকারের তরফে এই বিষয়ে কোনও খবর নিশ্চিত করা হয়নি।
চলতি বছরের জানুয়ারি মাসেই কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠক হয়েছিল। কোয়াড সামিট হওয়ার কথা ভারতে। বৈঠক হলেও, ট্রাম্পের সেই বৈঠকে যোগ না দেওয়ার সম্ভাবনাই বেশি।
ভারত-আমেরিকার মধ্য়ে সুসম্পর্ক থাকলেও, চলতি বছরের মে মাসে যখন ভারত-পাকিস্তানের সংঘাত শুরু হয়, তখন ট্রাম্প মধ্যস্থতা করেছেন বলেই দাবি করেন। তিনি দাবি করেন, তাঁর মধ্যস্থতাতেই ভারত-পাকিস্তানের সংঘাত পরমাণু যুদ্ধে পরিণত হয়নি। এর জন্য তিনি নোবেল শান্তি পুরস্কারও দাবি করেন। যদিও ভারত আমেরিকার এই দাবি বারবার নসাৎ করেছে।
এরপরে দ্বিতীয় ধাপে টানাপোড়েন শুরু হয় ক্রুড তেল কেনাকে কেন্দ্র করে। ক্ষমতায় এসে ভারতের উপরে ২৫ শতাংশ শুল্ক বসিয়েছিলেন ট্রাম্প। কয়েকদিন বাদেই সেই শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ করেন দেন। এর যুক্তি দেন যে ইউক্রেন যুদ্ধের সময় আমেরিকা সহ একাধিক দেশ রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা চাপালেও, ভারত কম দামে রাশিয়ার থেকে তেল কিনেছে এবং সেই তেল পরিশুদ্ধ করে অন্য দেশে বিক্রি করেছে।