Video: মহিলা IPS যেন ‘স্বদেশ’এর শাহরুখ, বাল্ব জ্বলতেই ৭০ বছরের নূরজাহানের চোখের কোনে জল

IPS officer Anukriti Sharma: হয়তো অন্ধকারেই একদিন চির বিদায় নিতেন বৃদ্ধা নূরজাহান। আলো আসতই না তাঁর জীবনে। যদি না অ্যাসিস্ট্যান্ট পুলিশ সুপার অনুকৃতি থাকতেন।

Video: মহিলা IPS যেন স্বদেশএর শাহরুখ, বাল্ব জ্বলতেই ৭০ বছরের নূরজাহানের চোখের কোনে জল
নূরজাহানের মুখে হাজার ওয়াটের হাসি এনে দিলেন আইপিএস অনুকৃতিImage Credit source: Twitter / ipsanukriti14

| Edited By: অমর্ত্য লাহিড়ী

Jun 28, 2023 | 8:01 AM

লখনউ: শাহরুখ খানের সুপার ডুপার হিট ফিল্ম ‘স্বদেশ’এর বিখ্যত দৃশ্যটি মনে আছে? এক অশক্ত বৃদ্ধার বাড়িতে আলো জ্বলে ওঠার পর, তাঁর মুখের বলিরেখাগুলি বদলে গিয়েছিল। অতি উজ্জ্বল এক হাসির সঙ্গে বৃদ্ধা অস্ফুটে বলে উঠেছিলেন বিজলি! সেই মন ছুঁয়ে যাওয়া দৃশ্যটিই এবার ঘটল বাস্তবে। আইপিএস অনুকৃতি শর্মা হয়ে উঠেছেন ‘শাহরুখ’। প্রায় অর্ধেক জীবন অন্ধকারে থাকার পর, ৭০ বছরের বিধবা নূরজাহানের বাড়িতে আলো এনে দিয়েছেন উত্তর প্রদেশের বুলন্দশহরের এই তরুণ মহিলা আইপিএস অফিসার।

যাদের ঘরে এখনও আলো নেই, তারাই হয়তো মুহূর্তটি প্রকৃত অর্থে অনুভব করতে পারবেন। তবে, এ এমন এক মুহূর্ত, যা প্রতিটি মানুষের হৃদয়ে মোচর দেবে। অন্ধকার ঝুপরি-ঘরে প্রথমবার আলো জ্বলে ওঠার পর, নূরজাহানের ফোকলা মুখে যে হাসিটি ধরা পড়েছে, তার ঔজ্জ্বল্য হয়তো ওয়াটে মাপা যাবে না। চোখের কোনে আনন্দাশ্রু। সেই মুহূর্তের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন আইপিএস অনুকৃতি শর্মা। সঙ্গে লিখেছেন, “আমার জীবনের স্বদেশ মুহূর্ত। নূরজাহান আন্টির বাড়িতে বিদ্যুৎ সংযোগ আনতে গিয়ে মনে হল আক্ষরিক অর্থেই তাঁর জীবনে আমি আলো দিলাম। তাঁর মুখের হাসি আমার পরম প্রাপ্তি।” ভিডিয়োতে, ২০২০-র ব্যাচের এই আইপিএস অফিসারের মুখে যে হাসি দেখা গিয়েছে, তাতে ধরা পড়েছে সেই পাওয়া।


সেই বিয়ের পর থেকে এই ছোট্ট বাড়িটাতেই রয়েছেন নূরজাহান। প্রথম থেকেই বাড়িতে বিদ্যুৎ সংযোগ ছিল না। বহু বছর হয়ে গেল গত হয়েছেন স্বামী। বিদ্যুৎহীন অন্ধকারময় বাড়িতেই মেয়েকে বড় করেছেন তিনি। একদিন, বিদায় জানিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশে পাঠিয়েও দিয়েছেন। তাও এই অন্ধকারপুরী থেকেই। হয়তো অন্ধকারেই একদিন চির বিদায়ও নিতেন। আলো আসতই না তাঁর জীবনে। যদি না অ্যাসিস্ট্যান্ট পুলিশ সুপার অনুকৃতি থাকতেন। কিন্তু, কীভাবে ‘নূরজাহান আন্টি’ সঙ্গে সাক্ষাৎ হয়েছিল এএসপি-র?


অনুকৃতি শর্মা জানিয়েছেন, উত্তর প্রদেশ পুলিশের পক্ষ থেকে মহিলাদের ক্ষমতায়নের উদ্দেশ্যে এক বিশেষ প্রচার চালানো হচ্ছে। এর জন্য, বিভিন্ন জায়গায় মহিলাদের জন্য শিবির স্থাপন করা হয়েছে। সেখানে এসে স্থানীয় মহিলারা তাঁদের সমস্যার কথা জানান। বুলন্দশহরের অগৌতা থানার খেদি গ্রামেও এরকমই এক শিবিরে ছিলেন আইপিএস অনুকৃতি শর্মা। সেখানে একদিন নূরজাহান এসে জানিয়েছিলেন, তাঁর বাড়িতে বিদ্যুৎ নেই। অনুকৃতি শর্মা সোজা চলে গিয়েছিলেন তাঁর বাড়িতে। তারপর, বিদ্যুৎ দফতরের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন।

এরপর একদিন বিদ্যুৎ বিভাগ থেকে নূর জাহানের বাড়িতে এসে বিদ্যুত বিভাগের কর্মীরা সংযোগ এনে দেন। আগে থেকেই ঘরে একটি বাল্ব লাগিয়ে নূর জাহানকে সঙ্গে নিয়ে তৈরি ছিলেন অনুকৃতি। অন্ধকার ঘরে আলো আসতেই দুজনেরই মুখে হাসি ফুটে উঠেছিল। ভিডিয়োতে দেখা গিয়েছে আইপিএস অফিসার বলছেন, ‘আ গ্যায়ে’ (এসে গিয়েছে)। আর, তাঁকে জড়িয়ে ধরছেন বৃদ্ধা। আলোর পাশাপাশি ইলেকট্রিক ফ্যানের আরামও পেয়েছেন তিনি। ভিডিয়োতে দেখা গিয়েছে স্থানীয় পুলিশ আধিকারিকরা তাঁকে আলো জ্বালানো এবং ফ্য়ান চালানোর সুইট দেখিয়ে দিচ্ছেন। আর এই আলো, ফ্যান এবং সংযোগ আনার যাবতীয় খরচ দিয়েছেন আইপিএস অনুকৃতি। তবে, তিনি জানিয়েছেন ‘এসএইচও জীতেন্দ্র জি এবং তাঁর বাহিনি’র সমর্খন ছাড়া এই কাজ করতে পারতেন না।