AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Video: টোল চাওয়ায় যোগী-রাজ্যে টোল প্লাজাই গুঁড়িয়ে দিল বুলডোজার!

Uttar Pradesh Bulldozer Video: বুল়ডোজার বাবার রাজ্য উত্তর প্রদেশ। মঙ্গলবার (১১ জুন), সেখানেই বুলডোজারকে কেন্এদ্ইর করে ঘটে গেল এক বিস্ময়কর ঘটনা। টোল প্লাজায় এক বুলডোজার অপারেটরের কাছে টোল ফি চাইতেই, টোল প্লাজাই গুঁড়িয়ে দিলেন বুলডোজার চালক।

Video: টোল চাওয়ায় যোগী-রাজ্যে টোল প্লাজাই গুঁড়িয়ে দিল বুলডোজার!
টোল প্লাজায় দাপাল বুলডোজারImage Credit: Twitter
| Updated on: Jun 11, 2024 | 8:53 PM
Share

লখনউ: বুল়ডোজার বাবার রাজ্য উত্তর প্রদেশ। এই রাজ্যের হাপুর জেলায় একটি টোল প্লাজায় এক বুলডোজার অপারেটরের কাছে টোল ফি চয়েছিল টোল প্লাজার কর্মীরা। তারা ভাবতেও পারেনি কী হতে চলেছে। জানা গিয়েছে, টোল চাইতেই খেপে গিয়েছিলেন ওই বুলডোজার অপারেটর। রাগের বশে, বুলডোজার চালিয়ে ওই টোলপ্লাজার বেশ কয়েকটি বুথই ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন তিনি। মঙ্গলবার (১১ জুন), এই বিস্ময়কর ঘটনার সাক্ষী হয়েছেন পিলখুয়ার ছাজারসি টোল প্লাজার কর্মীরা। ঘটনার মুহূর্ত ভিডিয়ো রেকর্ড করে রেখেছেন তাঁরা। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনার সময় মত্ত অবস্থায় ছিলেন ওই বুলডোজার অপারেটর। এই ঘটনা হইচই ফেলে দেয় এলাকায়।

ঘাতক বুলডোজার অপারেটরকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি যে বুলডোজারটি চালাচ্ছিলেন, সেটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সুপার অভিষেক ভার্মা জানিয়েছেন, অভিযুক্তরা ব্যক্তি ওই টোল প্লাজার অন্তত দুটি বুথ ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন। সেখানকার সিসিটিভি ক্যামেরাগুলিরও ক্ষতি করেছেন তিনি। কিন্তু, কীভাবে ঘটল এই ঘটনা?

পুলিশ জানিয়েছে, এই ঘটনাটি ঘটে এদিন সকাল সাড়ে আটটা নাগাদ। সাত সকালেই বেশ কিছুটা মদ্যপান করেছিলেন অভিযুক্ত বুলডোজার অপারেটর। মোটরবাইক থেকে শুরু করে বাস, লড়ি বা বুলডোজার, যে গাড়িই হোক না কেন, টোল প্লাজায টোল দিতেই হয়। টোল কর্মচারীরাও অভিযুক্ত বুল়োজার চালককে জানিয়েছিলেন, ওই টোল প্লাজা পার করতে গেলে টোল ফি দিতেই হবে। এতেই খেপে গিয়েছিলেন তিনি। বুলডোজারের রিপার অংশ দিয়ে সংশ্লিষ্ট বুথে ভাঙচুর শুরু করেন। সৌভাগ্যক্রমে টোল প্লাজার কর্মচারীরা অক্ষত অবস্থায় পালাতে পেরেছিলেন। কিন্তু তারপরও ভাংচুর থামায়নি বুলডোজার চালক। টোল প্লাজার কর্মচারীরা, দূর থেকে তাঁর ধ্বংসলীলার ভিডিয়ো রেকর্ড করেন।

পুলিশ সুপার অভিষেক ভার্মা জানিয়েছেন, এরপর চালক বুলডোজার নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। যাওয়ার পথে পথচারীদের চাপা দেওয়ারও চেষ্টা করে। পুলিশ পুরো ঘটনার ভিডিয়ো পেয়েছে। ওই চালক কীভাবে পিলখুয়া টোল প্লাজায় ভাঙচুর করেছেন এবং টোল কর্মীদের আঘাত করার চেষ্টা করেছেন, তা স্পষ্ট ধরা পড়েছে। বুলডোজার অপারেটরের বিরুদ্ধে সরকারি সম্পত্তির ভাঙচুর করা-সহ, ভারতীয় দণ্ডবিধির প্রাসঙ্গিক ধারাগুলিতে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে।