Yogi Adityanath: হিন্দুরা মুসলিম পরিবারের মাঝে সুরক্ষিত নয়: যোগী আদিত্যনাথ

ঈপ্সা চ্যাটার্জী |

Mar 26, 2025 | 1:37 PM

Yogi Adityanath: যোগী আদিত্যনাথ দাবি করেন, ২০১৭ সালে রাজ্যে বিজেপি সরকার গঠনের পর সাম্প্রদায়িক দাঙ্গা-হিংসা বন্ধ হয়ে গিয়েছে। 'যোগী' হিসাবে তিনি সকলের খুশিই প্রার্থনা করেছেন।

Yogi Adityanath: হিন্দুরা মুসলিম পরিবারের মাঝে সুরক্ষিত নয়: যোগী আদিত্যনাথ
যোগী আদিত্যনাথ।
Image Credit source: PTI

Follow Us

লখনউ: রাজ্যে সংখ্যালঘুরা সুরক্ষিত। আশ্বাস মুখ্যমন্ত্রীর। কিন্তু হিন্দুরা কি একই অনুভব করেন? প্রশ্ন তুলে দিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর বক্তব্য, একশো জন হিন্দু পরিবারের মাঝে একটি মুসলিম পরিবার সুরক্ষিত অনুভব করে, কিন্তু ৫০ জন হিন্দু ১০০ জন মুসলিম পরিবারের মাঝে সুরক্ষিত অনুভব করেন না।

সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া একটি সাক্ষাৎকারে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যের সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়েই কথা বলেন। সম্প্রতি বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে হওয়া হামলা এবং মন্দির ভাঙার ঘটনার উদাহরণ দিয়ে যোগী আদিত্যনাথ বলেন, “একটা মুসলিম পরিবার ১০০ হিন্দু পরিবারের মাঝে সুরক্ষিত অনুভব করে। তাদের ধর্মাচরণের স্বাধীনতা রয়েছে। কিন্তু ৫০ জন হিন্দু কি ১০০টি মুসলিম পরিবারের মাঝে সুরক্ষিত অনুভব করবে? না। বাংলাদেশ তার উদাহরণ। এর আগে পাকিস্তান এই উদাহরণ ছিল।”

যোগী আদিত্যনাথ দাবি করেন, ২০১৭ সালে রাজ্যে বিজেপি সরকার গঠনের পর সাম্প্রদায়িক দাঙ্গা-হিংসা বন্ধ হয়ে গিয়েছে। ‘যোগী’ হিসাবে তিনি সকলের খুশিই প্রার্থনা করেছেন।

মুখ্যমন্ত্রী আরও বলেন, “উত্তর প্রদেশে মুসলিমরা সবথেকে সুরক্ষিত। যদি হিন্দুরা সুরক্ষিত থাকে, তবে ওরাও সুরক্ষিত থাকবে। ২০১৭ সালের আগে এখানে যদি কোনও দাঙ্গা হত, হিন্দুর দোকান পুড়ত, তবে মুসলিমদের দোকানও জ্বলত। যদি হিন্দু পরিবারের বাড়ি জ্বলত, তবে মুসলিমদের বাড়িও জ্বলত। ২০১৭ সালের পর দাঙ্গা বন্ধ হয়ে গিয়েছে।”

সম্প্রতিই একাধিক রাজ্যে মন্দির-মসজিদ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, সেই বিষয়েও মুখ খোলেন যোগী আদিত্যনাথ। হিন্দু ধর্মীয় স্থানে মসজিদ তৈরি করা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন যে এটা ইসলামিক নীতির বিরুদ্ধে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী আশ্বাস দেন যে সম্বলে যত সম্ভব মন্দির পুনরুদ্ধার করবেন তারা।