লখনউ: রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি। তার ভয়ে কাঁপেন দুষ্কৃতীরা। নিজেও দাবি করেছেন, উত্তর প্রদেশে গুন্ডারাজ শেষ করেছেন তিনি। আর সেই মুখ্যমন্ত্রীরই কি না গদি খোয়া গেল। তাঁর কুর্সিতে বসে পড়লেন অন্য একজন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আসনের সামনে গিয়ে দাঁড়ালেও, যিনি বসে আছেন, তিনি কুর্সি ছাড়তে নারাজ। হাসি মুখে মুখ্যমন্ত্রী অনুরোধ করলেও, সে শুনতে নারাজ। উত্তর প্রদেশের (Uttar Pradesh) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মুখ্যমন্ত্রীর কুর্সি দখল করেছে একটি বিড়াল (Cat)। তাঁকে হাজার অনুনয়-বিনয় করলেও, বিড়াল আসন ছাড়েনি। মুখ্যমন্ত্রীকে বিড়ালটিকে প্রশ্ন করতেও দেখা যায় যে সে আর কিছু খাবে কি না। দাপুটে মুখ্যমন্ত্রীর এই অন্য অবতার দেখে অবাক নেটাগরিকরা।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বিড়াল সোফার একটি চেয়ারে বসে রয়েছে। সামনেই দাঁড়িয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মুখ্যমন্ত্রীকে দেখেও হেলদোল নেই বিড়ালের। সে নিজের মতোই চেয়ারে গড়াগড়ি খাচ্ছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আবার সামনে ঝুঁকে বিড়ালটিকে জিজ্ঞাসাও করেন, “আর কিছু খাবি?” কিন্তু বিড়ালের তাতেও কিছু যায়-আসেনি। সে নিজের মতো চেয়ারে গড়াগড়ি খায়, হাই তুলতে থাকে।
Cat And Lion…@myogiadityanath #MakaraSankranti pic.twitter.com/vYljxgK4Uh
— Mamta Gusain (@Mamtagusain5) January 15, 2023
জানা গিয়েছে, ভিডিয়োটি মকর সংক্রান্তির দিনের। বিড়ালের সঙ্গে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর এই সখ্যতা দেখে অবাক নেটাগরিকরা। অনেকে আবার হেসে গড়াগড়ি খেয়েছেন। কেউ কেউ ওই ভিডিয়োটি রিটুইট করে প্রশ্নও করেন যে, দাপুটে মুখ্যমন্ত্রীর এমন রূপ আগে কখনও দেখা যায়নি। ভিডিয়োর ক্যাপশনেও লেখা বিড়াল ও সিংহ।