AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Waqf Act: ওয়াকফ আইন লাগু হতেই ‘অ্যাকশন মোডে’ যোগী, ‘দখলমুক্ত’ করল ৫৮ একর সরকারি জমি

Waqf Act: সরকারের দাবি, ওয়াকফ বোর্ডের রেজিস্টার করা ওই জমিতে মাদ্রাসা ও গোরস্থান রয়েছে। এগুলি আগে গ্রাম সমাজের নামে রেজিস্টার ছিল। তদন্তের পর এই রেজিস্ট্রেশন পরিবর্তন করা হয়েছে।

Waqf Act: ওয়াকফ আইন লাগু হতেই 'অ্যাকশন মোডে' যোগী, 'দখলমুক্ত' করল ৫৮ একর সরকারি জমি
অ্যাকশন মোডে যোগী সরকার।Image Credit: TV9 বাংলা
| Updated on: Apr 17, 2025 | 1:51 PM
Share

লখনউ: ওয়াকফ সংশোধনী আইন কার্যকর হতেই বড় পদক্ষেপ। সরকারি সম্পত্তি, যা ওয়াকফ সম্পত্তি বলে দখল করে রাখা হয়েছিল, তা পুনরুদ্ধার করল উত্তর প্রদেশ সরকার। জানা গিয়েছে, ৫৮ একর জমি উদ্ধার করেছে সরকার। এই জমিগুলিকে সরকারি জমি বলে রেজিস্টার করা হয়েছে।

ওয়াকফ সংশোধনী আইন কার্যকর হলেও, তা নিয়ে বিস্তর বিতর্ক হচ্ছে। পশ্চিমবঙ্গ, অসম, ঝাড়খণ্ডে ইতিমধ্যেই ওয়াকফ আইনের বিরোধিতায় বিক্ষোভ-আন্দোলন শুরু হয়েছে। এই বিতর্ক-টানাপোড়েনের মাঝে কাজে নেমে পড়েছে উত্তর প্রদেশ সরকার। জানা গিয়েছে, কৌশাম্বী জেলায় ৫৮ একর জমিকে সরকারি সম্পত্তি হিসাবে রেজিস্টার করেছে।

কৌশাম্বী জেলা ম্যাজিস্ট্রেট মধুসূদন হুলগি জানান, জেলায় মোট ৯৮.৯৫ হেক্টর জমি ওয়াকফ বোর্ডের অধীনে রেজিস্টার রয়েছে। এর মধ্যে ৯৩ বিঘা অর্থাৎ প্রায় ৫৮ একর জমি দখলমুক্ত করা হয়েছে এবং তা সরকারি জমি হিসাবে রেজিস্টার করা হয়েছে।

সরকারের দাবি, ওয়াকফ বোর্ডের রেজিস্টার করা ওই জমিতে মাদ্রাসা ও গোরস্থান রয়েছে। এগুলি আগে গ্রাম সমাজের নামে রেজিস্টার ছিল। তদন্তের পর এই রেজিস্ট্রেশন পরিবর্তন করা হয়েছে।

কৌশাম্বীর পর আরও তিনটি তহশিলে তদন্তকারী দল পাঠানো হয়েছে ওয়াকফ সম্পত্তি খতিয়ে দেখার জন্য। আধিকারিকরা জানিয়েছেন, ভেরিফিকেশনের পর যদি দেখা যায়, আরও সরকারি সম্পত্তিকে দখল করে রেখেছে ওয়াকফ, তবে তা দখল মুক্ত করা হবে।