এলাহাবাদ: ধুমধাম করে মেয়ের বিয়ে দিয়েছিলেন। মেয়ের শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক গড়ে উঠেছিল। সেই আত্মীয়তা কখন প্রেমে পরিণত হয়েছিল টের পাননি মেয়ে। তাঁর বাবা যে তাঁর শাশুড়ির প্রেমে হাবুডুবু খাচ্ছে তা ভ্রূণাক্ষরেও টের পাননি মেয়ে। যখন সকলে জানতে পারলেন ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছে। শাশুড়িকে নিয়ে পালিয়ে গিয়েছেন বাবা। শ্বশুরবাড়িতে তো মেয়ের মুখ লোকানোর জায়গা নেই। কিন্তু এই প্রেমের সম্পর্ক মেনে নেননি দুই পরিবারের কেউই।
২৩ সেপ্টেম্বর বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন মাঝবয়সী ওই যুগল। মেয়ের শ্বশুর থানায় নিখোঁজ ডায়েরিও করেছিলেন। রবিবার ওই যুগলের দেহ উত্তর প্রদেশের লখিমপুর থেকে উদ্ধার হয়েছে। চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে দুজনে আত্মহত্যা করেছেন বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে, বাড়ি থেকে পালানোর পর দুই পরিবার থেকেই চাপ তৈরি করা হয়েছিল। দুই পরিবারের কেউই এই সম্পর্ক মেনে নিতে রাজি ছিলেন না। সেই হতাশা থেকেই তাঁরা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক অনুমান।