Video: বছরে ৭০ লক্ষ টাকা আয় করেন তিন তলা বাড়িতে চাষ করে, দেখুন ভিডিয়ো
UP man turns his 3-storey house into an organic farm: নিজের তিনতলা বাড়িকেই বানিয়ে ফেলেছেন চাষের 'জমি'। স্ট্রবেরি, ফুলকপি, ঢেঁড়শের মতো আরও অনেক রকমের ফল ও সবজি ফলিয়ে বছরে কামাচ্ছেন ৭০ লক্ষ টাকা!
লখনউ: কোনও মাটি বা রাসায়নিক সার ব্যবহার করা হয়নি। জলও লাগে সামান্যই, সাধারণ চাষাবাদের তুলনায় ৯০ শতাংশ কম। নিজের তিনতলা বাড়িকেই বানিয়ে ফেলেছেন চাষের ‘জমি’। আর বাড়ির গায়ে ঝুলন্ত এই জমিতে স্ট্রবেরি, ফুলকপি, ঢেঁড়শের মতো আরও অনেক রকমের ফল ও সবজির চাষ করে থাকেন তিনি। তিনতলা বাড়ির গা জুড়ে ফলেছে দশ হাজারেরও বেশি গাছপালা। আর এই ফল ও শাক-সবজি বিক্রি করেই বছরে ৭০ লক্ষ টাকা উপার্জন হয়। তাক লাগিয়ে দিয়েছেন উত্তরপ্রদেশের বেরিলির রামবীর সিং।
‘বেটার ইন্ডিয়া’র প্রতিবেদন অনুযায়ী, একসময় সাংবাদিকতা করতেন তিনি। কিন্তু, তাঁর জীবন বদলে গিয়েছিল ২০০৯ সালে। রামবীর সিংয়ের এক বন্ধুর কাকার ক্যান্সার ধরা পড়েছিল। গবেষণা করে রামবীর জানতে পেরেছিলেন, ওই ব্যক্তির ক্যান্সার কারণ রাসায়নিক-সমৃদ্ধ সবজি। এই তথ্য জেনে শুরুতে খুব ভয় পেয়ে গিয়েছিলেন রামবীর। কিন্তু, তারপর তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন, তাঁর পরিবারকে এই ধরনের বিপদ থেকে রক্ষা করবেন। আর তা থেকেই ‘অর্গানিক ফার্মিং’ বা জৈব চাষের দিকে ঝুঁকেছিলেন তিনি।
সাংবাদিকতার চাকরি ছেড়ে পৈতৃক জমিতে জৈব চাষে করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু, সেই খামার ছিল বেরেলি শহর থেকে ৪০ কিলোমিটার দূরে। সেখানে চাষাবদ করার জন্য নিয়মিত যাতায়াত করাটা সমস্যার হয়ে দাঁড়িয়েছিল। তারপরই তিনি মনোযোগ দিয়েছিলেন, নিজের বসতবাড়িতেই ফল ও সবজি চাষের। বর্তমানে রামবীর ‘ভিম্পা অর্গানিক অ্যান্ড হাইড্রোপনিক্স’ নামে একটি সংস্থাও স্থাপন করেছেন। এই সংস্থার বার্ষিক আয় এখন ৭০ লক্ষ টাকা! সম্প্রতি তাঁর বাড়ি তথা ফার্মের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেই ভিডিয়ো অনুযায়ী ‘হাইড্রোপনিক্স’ কৌশল ব্যবহার করেই তাঁর বাড়িকে একটি খামারে রূপান্তরিত করেছেন রামবীর। এই কৃষি কৌশলে মাটি বা রাসায়নিক সার লাগে না। পাশাপাশি ৯০ শতাংশ পর্যন্ত জল সংরক্ষণ করা যায়।
WOW!
This man from UP, India ?? earns 70 lakhs growing vegetables in a 3 storey house without soil or chemicals.
— Erik Solheim (@ErikSolheim) November 3, 2022
তাঁর এই অনন্য খামার স্বাভাবিকভাবেই মানুষের নজর কেড়েছে। সোশ্যাল মিডিয়ায় তাঁর তিন তলা খামারের ভিডিয়ো ভাইরাল হয়েছে। আর যারা যারা তাঁর বাড়ির সামনে দিয়ে যান, বিস্ময়ে একবার অন্তত তাঁদের থামতেই হয়। গোটা বাড়িটিই ঝুলন্ত ফল-সবজির গাছে আচ্ছাদিত। কাজেই একই ধরনের খামার নিজেদের বাড়িতে তৈরি করার জন্য রামবীরের কাছে অনুরোধও কম আসে না। তাই নিজের বাড়িতে খামার চালানোর পাশাপাশি, রামবীর এই কৃষি ব্যবস্থা অন্যান্যদের বাড়িতে স্থাপন করার জন্যও সহায়তা করছেন।