Police Bribe: ‘মর্ডান’ পুলিশ, ২৫ হাজার ঘুষ নিলেন অনলাইনে! প্রমাণ মুছতে যা করতেন…

Uttar Pradesh Police: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবিতে দেখা গিয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারি ও অগস্ট মাসে ওই পুলিশ অফিসারের পরিবারের এক সদস্যকে মোট ২৫ হাজার টাকা ঘুষ পাঠিয়েছেন।

Police Bribe: মর্ডান পুলিশ, ২৫ হাজার ঘুষ নিলেন অনলাইনে! প্রমাণ মুছতে যা করতেন...
ফাইল চিত্র।Image Credit source: PTI

|

Sep 05, 2025 | 4:07 PM

লখনউ: দেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে ঘুষের মারণ রোগ। সেই রোগ ছড়িয়ে পড়ছে ক্রমে। পুলিশ ঘুষ নেয়, এই অভিযোগ বহুদিনের। তবে যুগের সঙ্গে সঙ্গে এসেছে আধুনিকতাও। তবে ঘুষেও যে আধুনিকতার ছোঁয়া লাগবে, তা হয়তো কেউ ভাবেনি। এবার ডিজিটাল ঘুষের নজির গড়ল পুলিশ। এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে অনলাইনে ২৫ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠল। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ঘুষের স্ক্রিনশট।

সাধারণত নগদেই ঘুষ দেওয়া-নেওয়া হয়, যাতে কোনও প্রমাণ না থাকে, ধরা পড়ার সম্ভাবনা কম থাকে। তবে উত্তর প্রদেশের প্রতাপগড়ে ডিজিটাল ঘুষ নিতে গিয়েই চর্চায় পুলিশ আধিকারিক নন্দলাল। হাতিগাওয়ান পুলিশ স্টেশনের ইনচার্জ তিনি। অভিযোগ, তিনি ডিজিটাল মাধ্যমে ঘুষ নিয়েছেন। স্ত্রী, কন্যা সহ পরিবারের একাধিক সদস্যের অ্যাকাউন্টে তিনি ঘুষের টাকা ট্রান্সফার করাতেন।

ঘুষের স্ক্রিনশট

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবিতে দেখা গিয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারি ও অগস্ট মাসে ওই পুলিশ অফিসারের পরিবারের এক সদস্যকে মোট ২৫ হাজার টাকা ঘুষ পাঠিয়েছেন। নিজের অ্যাকাউন্টে কোনও ঘুষ নিতেন না ওই পুলিশ অফিসার।

ওই জেলারই লীলাপুর পুলিশ স্টেশনেও একই ধরনের ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় একটি উৎসব উপলক্ষে দোকান দেওয়ার জন্য দোকানিদের কাছ থেকে ঘুষ চেয়েছিলেন দুই কন্সটেবল। অভিযোগ সামনে আসতেই তাদের সাসপেন্ড করা হয়। পুলিশ সুপার অনিল কুমার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন।