Uttar Pradesh News: বাড়িতে ছিল ৪ ভাই-বোন, মাঠ থেকে ফিরে মাথায় হাত বাবা-মার

UP: বাবা, মা মাঠে ক্ষেতের কাজ করতে গিয়েছেন। বাড়িতে ছিল ছোট-ছোট চার ভাইবোন। গরমের হাত থেকে বাঁচতে স্ট্যান্ড ফ্যান চালাতে গিয়েছিল। আর সেটাই কাল হল। একের পর এক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রায় একসঙ্গে মৃত্যু হল চার ভাই-বোনের।

Uttar Pradesh News: বাড়িতে ছিল ৪ ভাই-বোন, মাঠ থেকে ফিরে মাথায় হাত বাবা-মার
প্রতীকী ছবি।Image Credit source: istock

| Edited By: Sukla Bhattacharjee

Nov 19, 2023 | 11:52 PM

উন্নাও: মর্মান্তিক! বাবা, মা মাঠে ক্ষেতের কাজ করতে গিয়েছেন। বাড়িতে ছিল ছোট-ছোট চার ভাইবোন। গরমের হাত থেকে বাঁচতে স্ট্যান্ড ফ্যান চালাতে গিয়েছিল। আর সেটাই কাল হল। একের পর এক বিদ্যুৎস্পৃষ্ট (Electrocuted) হয়ে প্রায় একসঙ্গে মৃত্যু হল চার ভাই-বোনের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের Uttar Pradesh) উন্নাও জেলায়।

পুলিশ জানায়, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত চার শিশুর নাম, মৈনাক (৯), তার ভাই হিমাঙ্ক (৬) এবং তাদের দুই বোন হিমাংশী (৮) ও মান্সি (৫)। উন্নাও জেলার এক গ্রামের বাসিন্দা এই চার ভাই-বোন স্ট্যান্ড ফ্যানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছে।

স্থানীয় পুলিশ আধিকারিক আশুতোষ কুমার জানান, শনিবার সন্ধ্যায় বাড়িতেই ছিল মৈনাক, হিমাঙ্ক ও তাদের দুই বোন হিমাংশী ও মান্সি। ঘরে থাকা স্ট্যান্ড ফ্যানের তার খোলা ছিল। বুঝতে না পেরে ওই তার ধরেই পাখা চালাতে যায় চার ভাই-বোনের একজন। সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। হঠাৎ কী হল বুঝতে গিয়ে একইভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় আরও তিনজনের। তারপর তাদের বাবা-মা মাঠ থেকে বাড়িতে ফিরে এসে চার ছেলে-মেয়েকে স্ট্যান্ড ফ্যানের সামনে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

চার সন্তানের অকাল মৃত্যুতে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন তাদের বাবা-মা। গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনায় শোকপ্রকাশ করে ওই সন্তানহারা বাবা-মায়ের পাশে থাকার বার্তা দিয়েছে স্থানীয় প্রশাসন। গোটা ঘটনার তদন্ত হচ্ছে বলেও স্থানীয় পুলিশ আধিকারিক জানিয়েছেন।