Uttar Pradesh: অপারেশন টেবিলে নগ্ন মহিলা, ভিডিয়ো তুলে ছড়িয়ে দিল ওয়ার্ড বয়!

Aug 16, 2024 | 8:02 AM

Uttar Pradesh: কলকাতার আরজি কর হাসপাতালের জঘন্য ঘটনা নিয়ে গোটা দেশ উত্তাল। ফুঁসছে গোটা চিকিৎসা মহল। এরই মধ্যে এক লজ্জাজনক ঘটনার খবর এল উত্তর প্রদেশের বস্তি থেকে। পোশাকহীন অবস্থায় এক মহিলা রোগীর অস্ত্রোপচারের একটি ভিডিয়ো রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার অভিযোগ উঠল সেখানকার এক বেসরকারি হাসপাতালের এক ওয়ার্ড বয়ের বিরুদ্ধে।

Uttar Pradesh: অপারেশন টেবিলে নগ্ন মহিলা, ভিডিয়ো তুলে ছড়িয়ে দিল ওয়ার্ড বয়!
লজ্জাজনক ঘটনা উত্তর প্রদেশের বস্তির হাসপাতালে
Image Credit source: Twitter

Follow Us

বস্তি: কলকাতার আরজি কর হাসপাতালের জঘন্য ঘটনা নিয়ে গোটা দেশ উত্তাল। ফুঁসছে গোটা চিকিৎসা মহল। এরই মধ্যে এক লজ্জাজনক ঘটনার খবর এল উত্তর প্রদেশের বস্তি থেকে। পোশাকহীন অবস্থায় এক মহিলা রোগীর অস্ত্রোপচারের একটি ভিডিয়ো রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার অভিযোগ উঠল সেখানকার এক বেসরকারি হাসপাতালের এক ওয়ার্ড বয়ের বিরুদ্ধে। ওই ওয়ার্ড বয় তার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে ভিডিয়োটি শেয়ার করেছিল বলে অভিযোগ। বহু লোক সেই ভিডিয়ো দেখেছে। তারপরই এই বিষয়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। যার জেরে ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে স্বাস্থ্য বিভাগ।

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে হার্দিয়ার বস্তি কেয়ার মাল্টিস্পেশালিটি হসপিটাল অ্যান্ড আই সেন্টারে। ডাক্তারদের অস্ত্রোপচারে সহায়তা করছিল ওই ওয়ার্ড বয়। সোশ্যাল মিডিয়ায় সে যে ভিডিয়োটি শেয়ার করেছে, তাতে দেখা যাচ্ছে অপারেশন থিয়েটারে নগ্ন অবস্থায় শুয়ে আছেন ওই মহিলা। তাঁর অস্ত্রোপচার চলছে। ওয়ার্ড বয় ড্রেসিংয়ের কাজে সহায়তা করছে। এই ভিডিয়ো সামনে আসতেই, বহু মানুষ ওই ওয়ার্ড বয়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়তেই, অভিযুক্ত ওয়ার্ড বয় সাফাই দিয়েছেন, ডা. সঞ্জয় কুমারের নির্দেশেই তিনি চিকিৎসকদের অস্ত্রোপচারে সাহায্য করেছেন। প্রসঙ্গত, ওই বেসরকারি হাসপাতালটির ডিরেক্টডর হলেন এই ডা. সঞ্জয় কুমার।


তিনি অবশ্য বলেছেন, এই ঘটনা তাঁর জানা নেই। তবে, হাসপাতাল কর্তৃপক্ষ এই বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশ্বস্ত করেছেন তিনি। তবে, ভিডিয়োটিকে কেন্দ্র করে জনতার ক্ষোভ আঁচ করে পদক্ষেপ করেছে যোগী আদিত্যনাথের রাজ্যের স্বাস্থ্য বিভাগও। বিষয়টি তদন্তের জন্য তারা একটি দল গঠন করেছে। স্বাস্থ্য বিভাগ বলেছে, দোষীদের কাউকে রেহাই দেওয়া হবে না। মেডিক্যাল অফিসার-ইন-চার্জ ওই হাসপাতালে গিয়ে ঘটনাটির তদন্ত করবেন বলে জানা গিয়েছে। স্বাস্থ্য বিভাগ আরও বলেছে, কোনও ধরনের অবহেলা সহ্য করা হবে না। এই লজ্জাজনক কাজের জন্য দোষীদের কঠোর শাস্তি পেতে হবে। স্থানীয় পুলিশ জানিয়েছে, এই বিষয়ে এখনও কোনও অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ এলে, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে তারা।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Next Article