Uttarkashi: আটকে থাকা শ্রমিকরা উদ্ধার হতেই বড় ঘোষণা পুষ্করের, আর্থিক সাহায্য উত্তরাখণ্ড সরকারের

Uttarkashi: মঙ্গলবার উদ্ধারকাজ সম্পন্ন হওয়ার পর এই ঘোষণা করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। একইসঙ্গে শ্রমিকদের চিকিৎসার যাবতীয় খরচও সরকারের তরফে বহন করা হবে বলে মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে।

Uttarkashi: আটকে থাকা শ্রমিকরা উদ্ধার হতেই বড় ঘোষণা পুষ্করের, আর্থিক সাহায্য উত্তরাখণ্ড সরকারের
আর্থিক সাহায্যের ঘোষণা উত্তরাখণ্ড সরকারের Image Credit source: ANI

| Edited By: জয়দীপ দাস

Nov 29, 2023 | 12:01 AM

নয়া দিল্লি: বারবার ছুটে গিয়েছেন। নিজে দাঁড়িয়ে থেকে তদারকি করেছেন উদ্ধারকাজ। এদিনও উদ্ধারপর্বের শেষ ল্যাপে শিল্কিয়ারা টানেলে গিয়েছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। অবশেষে প্রায় ৪০০ ঘণ্টার উৎকণ্ঠার প্রহর শেষে ৪১ জন শ্রমিককেই সুস্থ-স্বাভাবিক অবস্থায় উত্তরকাশীর ওই সুড়ঙ্গ থেকে বের করে আনা সম্ভব হয়েছে। তাতেই খুশির রেশ গোটা দেশে। খুশির জোয়ারে ভাসছেন ৪১ শ্রমিকের পরিবারের সদস্যরা। এরইমধ্যে আটকে থাকা শ্রমিকদের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করল উত্তরাখণ্ড সরকার। প্রত্য়েককে দেওয়া হবে ১ লক্ষ টাকা।  

মঙ্গলবার উদ্ধারকাজ সম্পন্ন হওয়ার পর এই ঘোষণা করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। একইসঙ্গে শ্রমিকদের চিকিৎসার যাবতীয় খরচও সরকারের তরফে বহন করা হবে বলে মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে। প্রসঙ্গত, টানেল থেকে শ্রমিকদের বাইরে আনার সময় কেন্দ্রীয় মন্ত্রী ভিকে সিংয়ের সঙ্গে ওই জায়গায় ছিলেন পুষ্কর। বাইরে আসার পর তাঁদের স্বাগতও জানান। পরিয়ে দেন ফুলের মালা। 

এদিকে ততক্ষণে ৪১ শ্রমিকের জন্য বাইরে অপেক্ষা করছে ৪১টি অ্যাম্বুলেন্স। অপেক্ষা করছেন চিকিৎসক, নার্সেরা। বাইরে আসার পরেই সোজা তাঁদের নিয়ে চলে যাওয়া হয় হাসপাতালে। সফলভাবে গোটা অভিযান শেষ হওয়ায় গোটা উদ্ধারকারী দলকে ধন্যবাদ জানিয়েছেন পুষ্কর। একইসঙ্গে তাঁর মুখে শোনা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথাও। বলেন, “প্রধানমন্ত্রী সর্বদাই আমার সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। সকলকে যাতে নিরাপদে উদ্ধার করা যায় সেই দায়িত্ব দিয়েছিলেন আমার উপর।”