UU Lalit: মেয়াদ মাত্র ৭৪ দিন, বিচার ব্যবস্থায় বদল আনার স্বপ্ন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ললিতের

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 27, 2022 | 6:28 AM

Supreme Court of India: নতুন প্রধান বিচারপতি ইউইউ ললিত বলেন, "আমাদের কঠোর পরিশ্রম করতে হবে, যাতে আমরা বলতে পারি যে সারা বছর ধরে অন্তত একটি সাংবিধানিক বেঞ্চ কাজ করেছে।"

UU Lalit: মেয়াদ মাত্র ৭৪ দিন, বিচার ব্যবস্থায় বদল আনার স্বপ্ন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ললিতের
সুপ্রিম কোর্টের প্রাক্তন ও বর্তমান প্রধান বিচারপতি।

Follow Us

নয়া দিল্লি: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নিলেন এনভি রমণ। তাঁর জায়গায় আজ, শনিবার থেকে নতুন প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন বিচারপতি ইউইউ ললিত। প্রধান বিচারপতি হিসাবে তাঁর কাজের মেয়াদ মাত্র ৭৪ দিন। তবুও এই সময়ের মধ্যেই তিনি বিশেষ ছাপ রেখে যেতে চান। সেই কারণেই দায়িত্ব গ্রহণের পর কোন তিনটি ক্ষেত্রে তিনি কাজ করতে চান, তা জানালেন।

নাম মনোনয়ন, নির্বাচন আগেই হয়েছিল। আজ আনুষ্ঠানিকভাবে প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। তার আগে শুক্রবার সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের তরফে আয়োজিত এনভি রমণের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বিচারপতি ইউইউ ললিত জানালেন, সারা বছর যাতে অন্তত একটি সাংবিধানিক বেঞ্চ চালু থাকে, তার চেষ্টা করবেন তিনি। একইসঙ্গে তিনি বলেন যে, তাঁর বিশ্বাস দেশের শীর্ষ আদালতের কাজ স্বচ্ছতার সঙ্গে আইনের বিশ্লেষণ করা, যাতে বৃহত্তর বেঞ্চ অতি সহজেই এবং দ্রুত সেই আইন সংক্রান্ত বিষয়ে রায় দান করতে পারে।

নতুন প্রধান বিচারপতি ইউইউ ললিত বলেন, “আমাদের কঠোর পরিশ্রম করতে হবে, যাতে আমরা বলতে পারি যে সারা বছর ধরে অন্তত একটি সাংবিধানিক বেঞ্চ কাজ করেছে।” প্রধান বিচারপতি হিসাবে তিনি যে তিনটি ক্ষেত্র নিয়ে সব থেকে বেশি কাজ করতে চান, সেগুলির মধ্যে অন্যতম হল সাংবিধানিক বেঞ্চের কাছে মামলার তালিকা জমা দেওয়া এবং বিশেষ করে যেগুলি তিন সদস্যের বিচারপতি বেঞ্চে পেশ করা হয়েছে, তার উল্লেখ করা। এছাড়াও আইন সম্পর্কে ধারণা যাতে স্বচ্ছ ও স্পষ্ট হয়, তার জন্যও যথাযথ পরিশ্রম করবেন বলে তিনি জানান।

কোন মামলাগুলির শুনানি আগে দরকার, তা নিয়েও শীঘ্রই কোনও পথ খুঁজে বের করার কথা বলেন তিনি। এই বিষয়ে তিনি বলেন, “আমি সহকর্মীদের সঙ্গে কথা বলে এই বিষয়ে শীঘ্রই কোনও সমাধানসূত্র খুঁজে বের করব। শীঘ্রই আমাদের কাছে একটা সুস্পষ্ট রুটিন থাকবে যেখানে আদালতে গুরুত্বপূর্ণ বিষয়গুলি উল্লেখ করা নিয়ে কোনও বাধা থাকবে না।”

Next Article