TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী
Jan 07, 2023 | 6:05 PM
বৈষ্ণোদেবী মন্দির ঘোরার জন্য নতুন প্যাকেজ এনেছে ইন্ডিয়ান রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম (IRCTC)।
হাওড়া থেকে শুরু হবে সেই যাত্রা। মোট ৮ দিন ৭ রাতের ট্যুর। প্রতি শনিবার হাওড়া থেকে শুরু হবে বৈষ্ণোদেবী ট্যুর। থার্ড এসিতে নিয়ে যাওয়া হবে যাত্রীদের।
ট্রেন প্রথমে যাবে জালন্ধরে। সেখান থেকে ওয়াঘা সীমান্ত ঘুরে অমৃতসরে রাত্রিবাস। অমৃতসর কাটিয়ে পরের দিন কাটরা। সেখানে রাত কাটিয়ে পরের দিনের জন্য বৈষ্ণোদেবীর জন্য যাত্রা শুরু হবে। বৈষ্ণোদেবী ঘুরে আসার পর বৃহস্পতিবার হাওড়া ফেরার ট্রেন।
এই যাত্রার সঙ্গে সকাল, দুপুর, রাত্রের খাবার, গাড়িতে করা যাওয়ার খরচ সংযুক্ত করা হয়েছে।
সিঙ্গল শেয়ারিংয়ের খরচ ৩৬ হাজার ৩০০ টাকা। ২ জনে গেলে মাথা পিছু ২১ হাজার ২৫০ টাকা। এবং তিনজনে গেলে মাথা পিছু ১৭ হাজার ২০০ টাকা করে লাগবে বলে জানা গিয়েছে। ৫ থেকে ১১ বছর বয়সি বাচ্চাদের জন্য ৮ হাজার ৭০০ টাকা করে লাগবে বলে জানিয়েছে আইআরসিটিসি।