জয়পুর: বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বন্দে ভারত এক্সপ্রেস। খুলে রাখা হয়েছিল রেল লাইনের ফিস প্লেট। রেল লাইনের উপর পর পর সাজিয়ে রেখে দেওয়া হয়েছিল বেশ কিছু পাথরের টুকরো। এমনকী যে হুক দিয়ে রেল লাইনকে যুক্ত করা হয়, সেটিও খুলে রাখা হয়েছিল। ঘটনাটি ঘটেছে রাজস্থানের চিতোরগড় জেলায়। ভিলওয়াড়া স্টেশনের কাছেই এই ঘটনা ঘটেছে। এই লাইন দিয়েই যাচ্ছিল উদয়পুর থেকে জয়পুরগামী বন্দে ভারত এক্সপ্রেস। কোনওভাবে বিষয়টি নজরে এসে যায় ওই এলাকার রেলের স্টেশন কেবিনের আধিকারিকদের। বন্দে ভারতের চালকের নজরেও বিষয়টি আনা হয়। ফলে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
#Watch: অন্যদিকে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল উদয়পুর থেকে জয়পুরগামী বন্দেভারত এক্সপ্রেস। খুলে রাখা হয়েছিল ফিস প্লেট, লাইন যুক্ত করার হুক।
সব খবর: https://t.co/Z9cGg0jLNU#VandeBharat | #VandeBharatExpress | #IndianRailways pic.twitter.com/iXmRXmbCR7
— TV9 Bangla (@Tv9_Bangla) October 2, 2023
যে সময়ে এই ঘটনাটি ঘটেছে, তখন বন্দে ভারতের গতি ছিল প্রায় ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গে ট্রেন গতি কমিয়ে সেটি থামিয়ে দেওয়া হয়। ট্রেনের গতি যা ছিল তাতে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত এবং প্রাণহানির আশঙ্কাও তৈরি হতে পারত বলে মনে করছেন রেল আধিকারিকরা।
উল্লেখ্য, উদয়পুর-জয়পুর বন্দে ভারত এক্সপ্রেস সপ্তাহে ছ’দিন যাতায়াত করে। মঙ্গলবার বাদে প্রতিদিনই উদয়পুর থেকে জয়পুরের উদ্দেশে ছোটে এই সেমি হাইস্পিড ট্রেন। উদয়পুর থেকে সকাল ৭টা ১৫ মিনিট রওনা দিয়ে জয়পুরে পৌঁছায় দুপুর ২টো ৫ মিনিটে। আজও উদয়পুর থেকে জয়পুরের উদ্দেশে ছুটছিল ভারতীয় রেলের গর্ব বন্দে ভারত এক্সপ্রেস। এমন সময় ভিলওয়াড়া স্টেশনের কাছে এই ঘটনাটি ঘটে। ঘড়িতে তখন সকাল প্রায় ৯ টা ৫৫ মিনিট। স্টেশন কেবিনের আধিকারিক ও বন্দে ভারতের চালকদের তৎপরতায় অল্পের জন্য বড়সড় এই বিপত্তি এড়ানো সম্ভব হয়। কারা এই কাণ্ড ঘটাল, কখন ঘটানো হল, সেই বিষয়টি ইতিমধ্যেই তদন্ত করে দেখছে রেল পুলিশ ও স্থানীয় থানার পুলিশকর্মীরা।
রেল মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ” ২০৯৭৯ নম্বর উদয়পুর – জয়পুর বন্দে ভারত এক্সপ্রেস গঙ্গারার-সোনিয়ানা শাখায় থামানো হয়েছিল। রেল লাইনের উপর বেশ কিছু পাথর ও দু’টি রড রেখে দেওয়া হয়েছিল। এক একটি রড প্রায় এক ফুটের। ফিসপ্লেটও খুলে রাখা হয়েছিল। আরপিএফ-এর ভিলওয়াড়া পোস্টের এলাকায় এই ঘটনাটি ঘটেছে।”