Vande Bharat Express: আম-আদমির চিন্তার দিন শেষ? ভাড়া কমছে বন্দে ভারত এক্সপ্রেসের?

Vande Bharat Express: হাওড়া থেকে জলপাইগুড়ি পর্যন্ত যে বন্দে ভারত এক্সপ্রেস চলে সেখানে চেয়ার কারের ভাড়াই প্রায় দেড় হাজারের কাছাকাছি। ইকোনমিক ক্লাসের ভাড়া প্রায় ৩ হাজারের দোরগোড়ায়। সেখানে একই রুটে দার্জিলিং মেলে স্লিপারের ভাড়া মাত্র ৩৬০ টাকা।

Vande Bharat Express: আম-আদমির চিন্তার দিন শেষ? ভাড়া কমছে বন্দে ভারত এক্সপ্রেসের?
প্রতীকী ছবি Image Credit source: Getty Images

Apr 25, 2025 | 2:53 PM

কলকাতা: ভাড়া কমছে বন্দে ভারত এক্সপ্রেসের? ক্রমেই তীব্র হচ্ছে জল্পনা। প্রসঙ্গত, যাত্রা শুরুর পর থেকেই বন্দে ভারতের ভাড়া নিয়ে চাপানউতোর কম হয়নি। একবার চাপলেই পকেট থেকে কম করে দেড় থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত খসে যায়। হাওড়া থেকে জলপাইগুড়ি পর্যন্ত যে বন্দে ভারত এক্সপ্রেস চলে সেখানে চেয়ার কারের ভাড়াই প্রায় দেড় হাজারের কাছাকাছি। ইকোনমিক ক্লাসের ভাড়া প্রায় ৩ হাজারের দোরগোড়ায়। সেখানে একই রুটে দার্জিলিং মেলে স্লিপারের ভাড়া মাত্র ৩৬০ টাকা। তাই ইচ্ছা থাকলেও অনেকে বন্দে ভারতের মতো দুরন্ত গতির ট্রেনে চড়তেন পারতেন না শুধু মাত্র ভাড়া কথা ভেবে। এবার এই বড় অঙ্কের ভাড়া কমানোর জন্য রেল চিন্তা-ভাবনা শুরু করেছে বলে জানা যাচ্ছে।

অর্থনৈতিক বৈষম্য় থাকলেও দেশের একটা বড় অংশের মানুষ যাতে এই প্রিমিয়াম ট্রেনে চড়তে পারেন সে কথা মাথায় রেখেই রেলের তরফে এই পদক্ষেপ করা হতে পারে বলে জানা যাচ্ছে। বন্দে ভারত মূলত কোনও রাজ্যের বা পাশাপাশি দুই রাজ্যের মধ্যে ৮০০ কিলোমিটার দূরত্বের মধ্য়ে থাকা দু’টি বড় শহরকে জুড়ে থাকে। যাত্রাও শেষ হয় মোটামুটি ১০ ঘণ্টার মধ্যেই। ফলে দ্রুত, আরামদায়াক ভ্রমণের জন্য এই ট্রেনের জুড়ি মেলা ভার। তবে, ভাড়া অন্যান্য ট্রেনের থেকে অনেকটাই বেশি। সেটাই এতদিন মাথা ব্যথার কারণ ছিল আম-আদমির। সেটাই এবার পুর্নবিবেচনা করে দেখছে রেল। 

সূত্রের খবর, ভাড়া কমানোর জন্য যে সমস্ত বিষয় মাথা রাখা যেতে পারে, যে যে ক্ষেত্রে পরিবর্তন আনা সম্ভব সেই সমস্ত বিষয়ই ভাবনা-চিন্তা করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত ভাড়া কমানোর বিষয়ে সরকারের তরফে কোনও বিবৃতি জারি করা হয়নি।