Vande Bharat Express: সাত ঘণ্টা ধরে ঠায় দাঁড়িয়ে বন্দে ভারত, এগোল না এক দণ্ডও! হঠাৎ কী হল?

Vande Bharat Express: সন্ধ্যা ৭টা নাগাদ গুহালিদিধি স্টেশনের সামনে এসে হঠাৎই দাঁড়িয়ে পড়ল সেই সেমি-হাইস্পিড ট্রেন। এগোতে পারে না এক দন্ডও।

Vande Bharat Express: সাত ঘণ্টা ধরে ঠায় দাঁড়িয়ে বন্দে ভারত, এগোল না এক দণ্ডও! হঠাৎ কী হল?
বন্দে ভারত (ফাইল ছবি)Image Credit source: PTI

|

Jul 07, 2025 | 3:29 PM

ভুবনেশ্বর: ঘণ্টার পর ঘণ্টা ঠায় দাঁড়িয়ে বন্দে ভারত। নড়ছেই না। যার জেরে ভোগান্তিতে যাত্রীরা। কিন্তু দেশের একমাত্র সুপারফাস্ট ট্রেনের এ কী হল? হঠাৎ করেই কেন ঠায় দাঁড়িয়ে পড়ল এটি?

ঘটনা ওড়িশার কেওনঝড় জেলার। সেখানে টাটানগর থেকে ব্রহমপুর দিকে যাচ্ছিল বন্দে ভারত এক্সপ্রেসটি। কিন্তু মাঝপথেই মহাবিপদ। সন্ধ্যা ৭টা নাগাদ গুহালিদিধি স্টেশনের সামনে এসে হঠাৎই দাঁড়িয়ে পড়ল সেই সেমি-হাইস্পিড ট্রেন। এগোতে পারে না এক দন্ডও।

মূলত বৃষ্টির কারণে সেখানে ডুবে গিয়েছিল রেলট্র্যাক। জলের তোড়ে ৩ ফুট ডুবে গিয়েছিল ট্রেনটি। দেখা যাচ্ছিল না চাকার অর্ধেকটা। এই পরিস্থিতিতে যাত্রী নিরাপত্তার খাতিরেই সেখানে দাঁড়িয়ে যায় সেটি। ট্রেনের মধ্যে ‘বন্দিদশা’ কাটান যাত্রীরা। এই ভাবে কেটে যায় সাত ঘণ্টা।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যরাতের দিকে জল কিছুটা নামলে আবার ট্রেনটি চালানো হয়। যাত্রী অসুস্থতার কোনও অভিযোগ মেলেনি। প্রত্যেকে সুস্থই ছিলেন। তবে কয়েক ঘণ্টার পথটা কার্যত একদিনের পথে পরিণত হয়।

উল্লেখ্য, বাংলা-সহ ওড়িশার আকাশেও জড়ো হয়েছে কালো মেঘ। পড়শি রাজ্যে আবার একাধিক জায়গায় লাল সতর্কতা জারি করেছে মৌসম ভবন। আগামী ২৪ ঘণ্টায় দফায় দফায় ওড়িশায় তেজ বাড়াবে বৃষ্টিপাত। আকাশ জুড়ে হবে গর্জন। যার প্রভাব পড়বে বাংলাতেও, পূর্বাভাস হাওয়া অফিসের।