Bagtui Massacre: ‘এক বছর পরেও ভোটপরবর্তী হিংসা অব্যাহত’, বগটুই হত্য়াকান্ডে সরব জাতীয় সংখ্যালঘু কমিশন

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Mar 22, 2022 | 9:41 PM

Rampurhat Crime: জাতীয় সংখ্যালঘু কমিশনের ভাইস চেয়ারম্যান আতিফ রাশিদ লিখেছেন, "দেশের সামনে রাজনৈতিক হিংসার এর চেয়ে বড় উদাহরণ আর হতে পারে না, যেখানে ভোট-পরবর্তী হিংসা এক বছর পরেও অব্যাহত থাকে"

Bagtui Massacre: এক বছর পরেও ভোটপরবর্তী হিংসা অব্যাহত, বগটুই হত্য়াকান্ডে সরব জাতীয় সংখ্যালঘু কমিশন
বগটুই গ্রামে পুড়ে ছারখার বাড়ি

Follow Us

নয়া দিল্লি : বগটুইয়ের ঘটনায় এবার সরব জাতীয় সংখ্যালঘু কমিশনও। বগটুইয়ের হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে টুইট করেছে জাতীয় সংখ্যালঘু কমিশনের ভাইস চেয়ারম্যান আতিফ রাশিদ। লিখেছেন, “দেশের সামনে রাজনৈতিক হিংসার এর চেয়ে বড় উদাহরণ আর হতে পারে না, যেখানে ভোট-পরবর্তী হিংসা এক বছর পরেও অব্যাহত থাকে। অন্যদিকে উত্তর প্রদেশ, যেখানে নির্বাচন শেষ হয়েছে, নির্বাচনের আগে বা পরেও হিংসা হয় নি। ক্ষমতাসীন বিজেপি, এমনকি কোনও কর্মী হিংসা করেনি!” উল্লেখ্য, রামপুরহাটের বগটুই গ্রামে যে ভয়ঙ্কর হত্যাকান্ড চলেছে, তাতে নিন্দার ঝড় উঠেছে সর্বত্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ৭২ ঘণ্টার মধ্যে রাজ্যের থেকে রিপোর্ট তলব করেছে বলেও অমিত শাহর সঙ্গে দেখা করে এসে জানিয়েছে বিজেপি।

টুইটারে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে এক হাত নিয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যও। তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। তৃণমূলের ভাদু শেখ, যিনি একজন পঞ্চায়েতের উপপ্রধান, তাঁকে প্রকাশ্যে খুন করা হয়েছে। প্রতিশোধ নিতে বেশ কয়েকটি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। দুই নাবালক সহ ১২ জন পুড়ে মারা গিয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এটিকে দুর্ঘটনার মতো করে দেখাতে ব্যস্ত।”

ঘটনার নিন্দা জানিয়ে টুইট করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবও। তিনি লিখেছেন,  “বীরভূম জেলার রামপুরহাটে সংঘটিত হিংসায় নিরীহ মানুষের মর্মান্তিক মৃত্যুর তীব্র নিন্দা করছি। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই।”

আরও পড়ুন : Bagtui Massacre: গ্রাউন্ড জ়িরো থেকে: পোড়া গন্ধ নাক আসতেই দলা পাকিয়ে বেরিয়ে আসছে….

 

Next Article