Jagdeep Dhankhar: দুর্নীতিমুক্ত ইকোসিস্টেমের কী সুবিধা? বোঝালেন উপরাষ্ট্রপতি ধনখড়

Jagdeep Dhankhar: রাজধানীতে সরকারি কর্মচারীদের এক প্রশিক্ষণ শিবিরে বক্তব্য রাখছিলেন ধনখড়। সেই সময়ে তিনি বলেন, "আপনারা যখন নিজেদের কেরিয়ার শুরু করেছিলেন, তখন দুর্ভাগ্যবশত দেশে আনুকূল্য ও দুর্নীতিতে ভরা একটি ইকোসিস্টেম ছিল। লোকে ভাবত, তারা আইনের ঊর্ধ্বে। কিন্তু এখন জমানা বদলেছে। এখন দেশে এমন একটি ইকোসিস্টেম তৈরি হয়েছে, যেখানে প্রত্যেকের জন্য সুষম প্রতিযোগিতার জায়গা রয়েছে।"

Jagdeep Dhankhar: দুর্নীতিমুক্ত ইকোসিস্টেমের কী সুবিধা? বোঝালেন উপরাষ্ট্রপতি ধনখড়
জগদীপ ধনখড়Image Credit source: Twitter

| Edited By: Soumya Saha

Nov 30, 2023 | 10:20 PM

নয়া দিল্লি: ভারত আজকের দিনে কীভাবে বিশ্ব আঙিনায় নিজের জায়গা তৈরি করে নিয়েছে, সেই ব্যাখ্যা দিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। বৃহস্পতিবার রাজধানীতে সরকারি কর্মচারীদের এক প্রশিক্ষণ শিবিরে বক্তব্য রাখছিলেন ধনখড়। সেই সময়ে তিনি বলেন, “আপনারা যখন নিজেদের কেরিয়ার শুরু করেছিলেন, তখন দুর্ভাগ্যবশত দেশে আনুকূল্য ও দুর্নীতিতে ভরা একটি ইকোসিস্টেম ছিল। লোকে ভাবত, তারা আইনের ঊর্ধ্বে। কিন্তু এখন জমানা বদলেছে। এখন দেশে এমন একটি ইকোসিস্টেম তৈরি হয়েছে, যেখানে প্রত্যেকের জন্য সুষম প্রতিযোগিতার জায়গা রয়েছে।”

আজকের দিনে গোটা বিশ্বব্যাপী ভূমি, সমুদ্র, আকাশ এবং মহাকাশক্ষেত্রে ভারত যে একেবারে সামনের সারিতে উঠে এসেছে, সেই কথাও বললেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। দেশীয় প্রযুক্তি ব্যবহার করে যেভাবে ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে সাফল্য এসেছে, সেই ব্যাখ্যাও দিলেন তিনি। উঠে এল আইএনএস বিক্রান্তের সাফল্যের কথাও। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে তেজসের উড়ানের কথাও উঠে আসে উপরাষ্ট্রপতি ধনখড়ের গলায়।

প্রযুক্তিগত ক্ষেত্রে কীভাবে যুগ বদলাচ্ছে, কীভাবে ভারত উন্নতির নতুন সোপানে উঠছে, তাও বোঝালেন তিনি। অতীতের প্রসঙ্গ টেনে বললেন, আগে প্রযুক্তিগত সুবিধার জন্য ভারতকে অন্যান্য দেশের সাহায্যের জন্য অপেক্ষা করতে হত। কিন্তু এখন কোয়ান্টাম কম্পিউটিং, গবেষণায় ভারত বিশ্বকে পথ দেখাচ্ছে। ধনখড় বলেন, “হাতে গোনা যে কয়েকটি দেশ ৬জি প্রযুক্তি নিয়ে কাজ করছে, তার মধ্যে একটি ভারত। ২০২৫-২০৩০ সালের মধ্যেই ৬জি প্রযুক্তির বাণিজ্যিকিকরণ হয়ে যাবে।”

বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়ার ঘটনা নিয়েও বেশ বিরক্ত উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির পক্ষেও এদিন সওয়াল করেন তিনি।