Vice Presidential Election: ধনখড়ের উত্তরসূরি চূড়ান্তে তোড়জোড়, বৈঠকে বসছে BJP, সম্ভাব্য তালিকায় এগিয়ে কারা?

Vice Presidential Election: গুজরাটের রাজ্যপাল আচার্য দেবব্রত, কর্নাটকের রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট, সিকিমের রাজ্য়পাল ওম মাথুর এবং জম্মু ও কাশ্মীরের গর্ভনর মনোজ সিনহা।

Vice Presidential Election: ধনখড়ের উত্তরসূরি চূড়ান্তে তোড়জোড়, বৈঠকে বসছে BJP, সম্ভাব্য তালিকায় এগিয়ে কারা?
জগদীপ ধনখড়Image Credit source: PTI

|

Aug 16, 2025 | 10:06 PM

নয়াদিল্লি: ঘুরছে সময়। হাতগুনে আর এক মাসও নেই। উপরাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির প্রার্থী কে হবেন? সেই নিয়ে এখনও কিছু চূড়ান্ত করে উঠতে পারেনি গেরুয়া শিবির। জানা গিয়েছে, রবিবার বৈঠকে বসবে বিজেপির সংসদীয় বোর্ড এবং মঙ্গলবার বৈঠকে বসবে এনডিএ শরিকরা। সূত্রের খবর, এই বৈঠক থেকেই বাছাই হবে নতুন উপরাষ্ট্রপতি নির্বাচনের পদপ্রার্থী।

তবে কে হতে পারেন? এখনও কিছু চূড়ান্ত না হলেও কয়েকটি নাম রাজনৈতিক মহলে অনেকটাই ভেসে বেড়াচ্ছে। যার মধ্যে সবার উপরে রয়েছেন দিল্লির গর্ভনর ভিকে সাক্সেনা এবং বিহারের রাজ্যপাল আরিফ মহম্মদ খান। তবে দ্বিতীয় জন বাদ পড়তে পারে বলেই মত অনেকের।

এই দুজনেই তালিকা শেষ হচ্ছে না। সর্বভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-র একটি প্রতিবেদন অনুযায়ী, উপরাষ্ট্রপতি প্রার্থী হিসাবে সম্ভাব্য তালিকায় রয়েছেন গুজরাটের রাজ্যপাল আচার্য দেবব্রত, কর্নাটকের রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট, সিকিমের রাজ্য়পাল ওম মাথুর এবং জম্মু ও কাশ্মীরের গর্ভনর মনোজ সিনহা।

কিন্তু বিজেপির উপরাষ্ট্রপতি প্রার্থী, তার সঙ্গে আরএসএস যোগ থাকবে না, এমনটা কি সম্ভব? সূত্র বলছে, সেই নিয়েও ভাবনাচিন্তা চলছে। তুলে ধরা হতে পারে এককালে আরএসএস-এর সাপ্তাহিক পত্রিকার সম্পাদক শেশাদ্রী চারিকেও। এছাড়াও সম্ভাব্য পদপ্রার্থীদের মধ্যে নাম রয়েছে বর্তমানে রাজ্যসভার সহ-অধ্যক্ষ হরিবংশেরও। ইতিমধ্য়েই এই রাজ্যপালেরা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখাও করেছেন। দেখা করেছেন প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গেও। এককথায়, নাম একাধিক রয়েছে, কিন্তু কে প্রার্থী হবেন, তা বলবে সময়।