নয়া দিল্লি: বিজয়া দশমী ও দশেরার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, “বিজয়া দশমীতে দেশজুড়ে আমার পরিবারের সকল সদস্যদের শুভেচ্ছা জানাই।”
আজ দেশজুড়ে পালিত হচ্ছে বিজয়া দশমী। মর্ত্যে চারদিন কাটিয়ে উমা সপরিবারে আজ ফিরে যাবেন স্বর্গলোকে। সকাল থেকেই তাই বিষাদের সুর। বিজয়া দশমীর পাশাপাশি দেশজুড়ে পালিত হবে দশেরাও। দিল্লি সহ একাধিক জায়গায় রাবণ বধ করা হবে। সকাল থেকেই বিজয়া দশমী ও দশেরার শুভেচ্ছা জানাতে শুরু করেন নেতা-মন্ত্রীরা।
এ দিন সকালেই প্রধানমন্ত্রী মোদী এক্স হ্যান্ডেলে লেখেন, “এই পবিত্র উৎসব সমস্ত নেতিবাচক শক্তির বিনাশ ও জীবনে যা কিছু ভাল-শুভকে গ্রহণ করার বার্তা দেয়। সকলকে বিজয়া দশমীর শুভেচ্ছা।”
देशभर के मेरे परिवारजनों को विजयादशमी की हार्दिक शुभकामनाएं। यह पावन पर्व नकारात्मक शक्तियों के अंत के साथ ही जीवन में अच्छाई को अपनाने का संदेश लेकर आता है।
Wishing you all a Happy Vijaya Dashami!
— Narendra Modi (@narendramodi) October 24, 2023
প্রধানমন্ত্রীর পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও দশেরা ও বিজয়া দশমীর শুভেচ্ছা জানান। তিনিও এক্স হ্যান্ডেলে লেখেন, “সকলকে বিজয়া দশমীর শুভেচ্ছা। অধর্মের অন্ধকার যতই গাঢ় হোক না কেন, সত্যের উপরে ভিত্তি করে ন্যায়ের আলোর জয় চিরন্তন। পাপের উপরে পুণ্যের জয়ের প্রতীক বিজয়া দশমী হল এমন একটি উৎসব যা আমাদের সত্য ও ন্যায়ের পথে চলার শিক্ষা দেয়। শ্রী রাম সকলকে আশীর্বাদ করুক। জয় শ্রী রাম!”
समस्त देशवासियों को ‘विजयादशमी’ की हार्दिक शुभकामनाएं।
अधर्म का अंधकार चाहे कितना भी घना क्यों न हो, सत्य के आधार पर धर्म के उजाले की विजय शाश्वत है। पाप पर पुण्य की विजय का प्रतीक ‘विजयादशमी’ हमें सदैव विवेक और सत्य के मार्ग पर चलने की प्रेरणा व शिक्षा देने वाला पर्व है।
प्रभु… pic.twitter.com/FX8bcVnNle— Amit Shah (@AmitShah) October 24, 2023