Vijaya Dashami Greetings: ‘পাপের বিরুদ্ধে পুণ্যের জয়’, বিজয়া দশমীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Oct 24, 2023 | 9:40 AM

PM Narendra Modi: এ দিন সকালেই প্রধানমন্ত্রী মোদী এক্স হ্যান্ডেলে লেখেন, "এই পবিত্র উৎসব সমস্ত নেতিবাচক শক্তির বিনাশ ও জীবনে যা কিছু ভাল-শুভকে গ্রহণ করার বার্তা দেয়। সকলকে বিজয়া দশমীর শুভেচ্ছা।"

Vijaya Dashami Greetings: পাপের বিরুদ্ধে পুণ্যের জয়, বিজয়া দশমীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর
বিজয়া দশমীর শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী।
Image Credit source: TV9 Bangla

Follow Us

নয়া দিল্লি: বিজয়া দশমী ও দশেরার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন, “বিজয়া দশমীতে দেশজুড়ে আমার পরিবারের সকল সদস্যদের শুভেচ্ছা জানাই।”

আজ দেশজুড়ে পালিত হচ্ছে বিজয়া দশমী। মর্ত্যে চারদিন কাটিয়ে উমা সপরিবারে আজ ফিরে যাবেন স্বর্গলোকে। সকাল থেকেই তাই বিষাদের সুর। বিজয়া দশমীর পাশাপাশি দেশজুড়ে পালিত হবে দশেরাও। দিল্লি সহ একাধিক জায়গায় রাবণ বধ করা হবে। সকাল থেকেই বিজয়া দশমী ও দশেরার শুভেচ্ছা জানাতে শুরু করেন নেতা-মন্ত্রীরা।

এ দিন সকালেই প্রধানমন্ত্রী মোদী এক্স হ্যান্ডেলে লেখেন, “এই পবিত্র উৎসব সমস্ত নেতিবাচক শক্তির বিনাশ ও জীবনে যা কিছু ভাল-শুভকে গ্রহণ করার বার্তা দেয়। সকলকে বিজয়া দশমীর শুভেচ্ছা।”

প্রধানমন্ত্রীর পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও দশেরা ও বিজয়া দশমীর শুভেচ্ছা জানান। তিনিও এক্স হ্যান্ডেলে লেখেন, “সকলকে বিজয়া দশমীর শুভেচ্ছা। অধর্মের অন্ধকার যতই গাঢ় হোক না কেন, সত্যের উপরে ভিত্তি করে ন্যায়ের আলোর জয় চিরন্তন। পাপের উপরে পুণ্যের জয়ের প্রতীক বিজয়া দশমী হল এমন একটি উৎসব যা আমাদের সত্য ও ন্যায়ের পথে চলার শিক্ষা দেয়। শ্রী রাম সকলকে আশীর্বাদ করুক। জয় শ্রী রাম!”

Next Article