নয়া দিল্লি: মৃত্যু কখন, কীভাবে আসে, কেউ বলতে পারে না। এক মুহূর্তের মধ্যেই বদলে যেতে পারে ভাগ্য। এসি ভেঙে পড়ে মৃত্যু হল ১৮ বছরের এক যুবকের। পাশে দাড়িয়ে থাকা সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই ভয়ঙ্কর ঘটনা।
ঘটনাটি ঘটেছে দিল্লিতে। রবিবার দিল্লির দেশবন্ধু গুপ্ত রোডে একটি গলির মধ্যে স্কুটি নিয়ে দাঁড়িয়েছিল এক যুবক। হঠাৎই তাঁর ঘাড়ের উপরে আছড়ে পড়ে বিল্ডিংয়ের উপর ভেঙে পড়া একটি এসি ইউনিট। এসির ভারে মাটিতে আছড়ে পড়ে যুবক। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
জানা গিয়েছে, স্কুটি নিয়ে বেরিয়েছিল বছর আঠেরোর জীতেশ। বাড়ি যাওয়ার পথেই প্রাংশু (১৭) নামক এক বন্ধুর সঙ্গে গল্প করছিল। যেহেতু কিছুক্ষণেই বেরিয়ে যাবে, তাই স্কুটি থেকে নামেওনি। যে বিল্ডিংয়ের নীচে দাঁড়িয়েছিল, তার তিনতলা থেকে হঠাৎই একটি এসি ইউনিট ভেঙে পড়ে।
#Delhi l 19 year old boy dies after an AC unit falls on him from 3rd floor of a building In Karol Bagh.
CCTV footage of the tragic incident surfaces online. #viralvideo pic.twitter.com/znWp1yNwOV
— Neetu Khandelwal (@T_Investor_) August 18, 2024
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, বন্ধুকে জড়িয়ে ধরে সবে স্কুটি স্টার্ট করতে যাবে, সেই মুহূর্তেই ঘাড়ে আছড়ে পড়ে এসি ইউনিট। মাটিতে ছিটকে পড়ে সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় যুবকের। গুরুতর আহত হয়েছে তাঁর বন্ধুও।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)