আগরতলা: ইন্ডিগো সংস্থার গুয়াহাটি থেকে আগরতলাগামী বিমানে ভয়ঙ্কর কাণ্ড। অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা। মাঝ আকাশেই বিমানের ইমারজেন্সি দরজা খোলার চেষ্টা মাদকাসক্ত এক যাত্রীর। ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর), আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে ইন্ডিগোর বিমানটি ল্যান্ড করার প্রায় মিনিট দশেক আগে। হঠাৎ, বিমানটির ইমারজেন্সি দরজা খোলার চেষ্টা করে ওই যাত্রী। ঘটনার সময় তিনি মাদকাসক্ত ছিলেন বলে অভিযোগ। পরে বিমানে থাকা অন্যান্য যাত্রীরা তাঁকে গণপিটুনি দেয়। পরে, অভিযুক্ত ব্যক্তিকে আগরতলা এয়ারপোর্ট থানার পুলিশের হাতে তুলে দেয় ইন্ডিগো বিমান কতৃপক্ষ।
সূত্রের খবর, কলকাতা দমদম বিমানবন্দর থেকে আগরতলার ইন্ডিগো বিমানে চড়েছিলেন ওই ব্যক্তি। মাদক সেবন করেই তিনি বিমানে উঠেছিলেন বলে অভিযোগ। প্রথম থেকেই তিনি বিমানে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিলেন। নেশাগ্রস্ত অবস্থায় বিমানের আসনে ঠিকভাবে বসেই থাকতে পারছিলেন না। বিমান কর্মী এবং সহযাত্রীদের আক্রমণ করেন বলেও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। আগরতলায় বিমানটি ল্যান্ড করার ঠিক আগে, তিনি উঠে গিয়ে বিমনের ইমার্জেন্সি দরজা খোলার চেষ্টা করেন। এতেই গোটা বিমানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মাঝ আকাশে বিমানের ইমার্জেন্সি দরজা খুলে দিলে, বাতাসের চাপের তারতম্যের কারণে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা তৈরি হয়।
Quick thinking and unity prevailed on Indigo flight 6E-457 today! 🙌 While preparing for landing at MBB ARP, a passenger named Biswajit Debnath (41) attempted to open the door mid-flight. 👀 Kudos to fellow passengers for their swift response, ensuring everyone’s safety. ✈️👏… pic.twitter.com/WfsKHYu7JK
— Tejinder Singh Sodhi 🇮🇳 (@TejinderSsodhi) September 21, 2023
তাঁকে কোনও রকমে আটকান বিমানকর্মীরা। এরপর, ক্ষুব্ধ যাত্রীরা তাঁকে ধরে মারধর করেন। ঘটনার কয়েকটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, যাত্রীদের গণপিটুনিতে অভিযুক্ত যাত্রীর পোশাক ছিঁড়ে গিয়েছে। তবে, তারপরও তাঁর নেশার ঘোর কাটেনি। ভাইরাল ভিডিয়োতে আরও দেখা যায়, মারধরের পর সে একটি আসনে বসে আছে। তার মাথা ঝুঁকে গিয়েছে নীচের দিকে। ফ্লাইটের ক্রু সদস্যরা এবং যাত্রীরা ওই ব্যক্তিকে চেপে ধরে রেখেছেন। পরে, অভিযুক্ত যাত্রীকে এক পুরুষ ক্রু সদস্য কোনওমতে টানতে টানতে অন্যত্র নিয়ে যান। আগরতলায় বিমানটিঅবতরণের পর, তাঁকে বিমানবন্দর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
ত্রিপুরা পুলিশের মুখপাত্র জ্যোতিষ্মান দাস চৌধুরী জানিয়েছেন, ওই ব্যক্তির নাম বিশ্বজিৎ দেবনাথ, বয়স ৪১ বছর। ইন্ডিগোর গুয়াহাটি-আগরতলা ৬ই-৪৫৭ ফ্লাইটে ছিলেন তিনি। জ্যোতিষ্মান দাস চৌধুরী বলেছেন, “উনি বিমানের ইমার্জেন্সি দরজা খুলতে গিয়েছিলেন। ক্রু সদস্যরা তাঁকে তাঁর আসনে বসতে বললে, বিশ্বজিৎ দেবনাথ তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন। সহযাত্রীরা অভিযোগ করেছেন তিনি মাদকের প্রভাবে ছিলেন।”