
দেরাদুন: মাস কয়েক আগেই উত্তরাখণ্ডের চম্পাওয়ার এক স্কুলে শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়েছিল গণ হিস্টিরিয়া। একসঙ্গে আতঙ্কে চিৎকার করতে দেখা গিয়েছিল শিক্ষার্থীদের। সেই ঘটনার রেশ কাটার আগেই ফের উত্তরাখণ্ডেরই উত্তরকাশি জেলায় ঘটল একই রকমের আরও একটি ঘটনা। সম্প্রতি মারাত্মক বন্যার জেরে উত্তরকাশির স্কুলগুলি বন্ধ রাখা হয়েছিল। এরকমই এক স্কুলে পঠনপাঠন শুরু হওয়ার পরই ছাত্রীদের মধ্যে গণ হিস্টিরিয়ার লক্ষণ দেখা গেল। সূত্রের খবর, গত বৃহস্পতিবার (২৭ জুলাই) উত্তরকাশীর ধৌন্তরী এলাকার কামাদে, গভর্নমেন্ট ইন্টার কলেজের নতুন ভবনে ক্লাস শুরু হয়। ওই দিন কলেজের নতুন ভবনে ঢোকার সঙ্গে সঙ্গে প্রায় জনা ১২ ছাত্রী চিৎকার করা শুরু করেছিল। শুধু আতঙ্কে চিৎকার করা নয়, আগের দিনই ওই ভবনের এক ক্লাসরুমে আরও দুই মেয়ে অজ্ঞানও হয়ে গিয়েছিল বলে জানা গিয়েছে।
স্থানীয় বাসিন্দাদের মধ্যে এই ঘটনা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অনেকেই দাবি করছেন, এটা কোনও ঐশ্বরিক শক্তির প্রভাব বা স্থানীয় দেবতাদের ক্রোধের জের। ছাত্রীদের উপর অপদেবতা ভর করেছে বলেই তারা এই রকম অদ্ভুত আচরণ করছে। তবে মনোবিজ্ঞানীদের মতে, ওই ছাত্রীরা গণ হিস্টিরিয়ার শিকার। তাঁদের মতে, এক নাগাড়ে বৃষ্টি এবং বিধ্বংসী বন্যার জেরে ওই এলাকায় বহু ঘর-বাড়ি-রাস্তাঘাট ধ্বংস হয়েছে। ওই ছাত্রীদের বাড়ির পাশের গ্রামেই ভয়াবহ ক্ষয় ক্ষতি হয়েছে। বহু মানুষ ঘর হারিয়েছেন। চোখের সামনে থেকে সেই ধ্বংসযজ্ঞ দেখার ক্ষতিকর প্রভাব পড়েছে ওই ছাত্রীদের মানসিক স্বাস্থ্যের উপর।
Alleged ‘Mass Hysteria’ case reported from a govt school in Uttarkashi #Uttarakhand Locals say girls under possession of ‘divine power’. Earlier such videos appeared from #Bageshwar and #Champawat dists. Experts feel act related to physiological issue
“Girls identity protected” pic.twitter.com/syiafgvP9C— Anupam Trivedi (@AnupamTrivedi26) July 28, 2023
উত্তরকাশির সিএমও ডা. আরসিএস পানওয়ার জানিয়েছেন, ঘটনাটি জটিল মনস্তাত্ত্বিক সমস্যা বলে মনে হচ্ছে। তিনি বলেছেন, “এর কারণ বোঝার জন্য ওই মেয়েদের সঙ্গে ইতিমধ্য়েই কথা বলেছে আমাদের চিকিৎসকদের দল। তাদের কয়েকজন জানিয়েছে, স্কুলের নতুন ভবনটি নিয়ে তারা দুঃস্বপ্ন দেখেছিল। দেখেছিল, বন্যার জলে সেটি ভেসে যাচ্ছে। তাই ওই ভবনে প্রবেশ করতে তারা ভয় পেয়েছিল।” তিনি জানিয়েছেন, তাদের চিকিৎসার জন্য একজন মনোবিদ নিয়োগ করা হয়েছে।
Several girls in a govt school in #Champawat #Uttarakhand seems to be affected from ‘mass hysteria’ as they suddenly burst into tears and shouted repeatedly. A local priest was called to treat the girls. Few months back similar incident happened in a govt school in #Bageshwar pic.twitter.com/RvBv3ZnQpT
— Anupam Trivedi (@AnupamTrivedi26) December 2, 2022
গণ উদ্বেগ, অর্থাৎ, কোনও একটি বিষয় নিয়ে একসঙ্গে বহু মানুষ উদ্বেগে থাকলে, তার থেকেই গণ হিস্টিরিয়ার জন্ম হয়। এই ক্ষেত্রে বাস্তব আর কল্পনা গুলিয়ে যায়। একটি নির্দিষ্ট বিষয় নিয়ে আতঙ্ক ছড়ায় মানুষের মধ্যে। সাধারণত, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী বা কোনও সম্প্রদায়ের মধ্যে গণ হিস্টিরিয়া দেখা যায়।
Few students in a govt school in Bageshwar dist of #Uttarakhand on Wednesday suddenly started screaming and shouting. Some beleieve it’s a “mass hysteria” phenomenon. A team of doctors will visit school today. pic.twitter.com/htsFjrcC0Y
— Anupam Trivedi (@AnupamTrivedi26) July 28, 2022
মাস ছয়েক আগে চম্পাওয়া জেলার সরকারি ইন্টারকলেজ রমকে, অন্তত ৩৯ জন ছাত্রীকে একসঙ্গে কাঁদতে, চিৎকার করতে এবং ক্লাস থেকে বেরিয়ে ইতস্তত ছোটাছুটি করতে দেখা গিয়েছিল। সেই ক্ষেত্রেও তাদের উপর দেবতার রোষ পড়েছে বলে অভিযোগ করেছিলেন অভিভাবকরা। তবে মনোবিজ্ঞানীরা জানিয়েছিলেন, ওই ছাত্রীরা গণ হিস্টিরিয়ার শিকার। তার আগে, বাগেশ্বরের এক স্কুল থেকেও গণ হিস্টিরিয়ার একটি শিউরে ওঠার মতো ভিডিয়ো সামনে এসেছিল। বেশ কয়েকজন ছাত্রছাত্রীকে একসঙ্গে চিৎকার করতে এবং মেঝেতে মাথা ঠুকতে দেখা গিয়েছিল। এবার একই ঘটনা ঘটল উত্তরকাশিতে।