আরও কাছাকাছি, আরও কাছে এসো... সঙ্গীত জগতের কিংবদন্তি কিশোর কুমার ও আশা ভোঁশলের এই গানের কলি অনেকের মনেই দোলা দেয়। আর মনের মানুষ কাছে থাকলে, অনেকের মন চঞ্চল হয়। তবে এমন দৃশ্য হয়তো অনেকেরই কল্পনার বাইরে। কারণ সম্প্রতি চলন্ত ট্রেনের মধ্যে প্রকাশ্যে এক যুগলকে অন্তরঙ্গ অবস্থায় দেখা গিয়েছে। যাত্রীদের সামনেই এক তরুণীকে একের পর এক চুমু খেয়ে গেলেন এক তরুণ। নেটদুনিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হতেই নেটিজ়েনরা দিয়েছেন একের পর এক খোঁচা। সেই ভিডিয়োটির সত্যতা TV9Bangla যাচাই করেনি।
ইনস্টাগ্রামে soul_hacker_14345 এই অ্যাকাউন্ট থেকে ওই যুগলের ট্রেনের কামরায় চুমু খাওয়ার ভিডিয়ো শেয়ার করা হয়েছে। সেই ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ট্রেনের উইন্ডো সিটে এক্কেবারে কাছ ঘেঁষে বসেছেন এক যুগল। একে অপরের মুখের কাছে মুখ এনে অত্যন্ত ঘনিষ্ঠ অবস্থায় ছিলেন তারা। এরপর দেখা যায়, তরুণীর গালে একের পর এক চুমু দিয়েই চলেছেন সামনে থাকা তরুণ। ভিডিয়ো দেখে বোঝাই যাচ্ছে, ওই কামরায় থাকা কোনও যাত্রী চুম্বনরত ওই যুগলকে ক্যামেরাবন্দি করেন। ওই ভিডিয়োটি ভাইরাল হতেই সমাজমাধ্যমে বিরাট চর্চা হচ্ছে।
ট্রেনের কামরায় ওই চুম্বনরত যুগলের ভিডিয়োটি ৩.২ মিলিয়ন ব্যক্তি দেখেছেন। ইনস্টাগ্রাম ওই ভিডিয়োতে লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। অনেকে ওই যুগলের বিরাট সমালোচনা করেছেন। কেউ কেউ খোঁচা দিয়েছেন, ‘OYO বন্ধ করার ফল।’ আসলে এক ইন্সটা ব্যবহারকারী লিখেছেন, “সরকার অবিবাহিত দম্পতিদের জন্য OYO নিষিদ্ধ করেছে। তাই তারা এই ভাবে রেলের কামরাকে ব্যবহার করছে।” অপর এক ইন্সটাগ্রাম ব্যবহারকারী ওই চুম্বনরত যুগলের সমালোচনা করে লিখেছেন, “এটা খুবই জঘন্য আচরণ। নিজেদের পারিপার্শ্বিক পরিবেশ সম্পর্কে তাঁরা সচেতন বলে মনে হচ্ছে না।”