মুম্বই: নাচছে গোটা ভারত। টেলিভিশনের সর্বভারতীয় নাচের প্রতিযোগিতা যা করতে পারেনি, তাই করে দেখিয়েছে রিলস তৈরির প্রবণতা। মেট্রো রেল, রেলস্টেশন থেকে শুরু করে বিভিন্ন সার্বজনিক জায়গায় খাটো পোশাকে অশ্লীল নাচাটা এখন প্রবণতা হয়ে দাঁড়িয়েছে। দিল্লি মেট্রোরেলে এই ধরনের একাধিক ঘটনা ঘটেছে। সোশ্যাল মিডিয়ায় এই প্রবণতার সমালোচনা করেছেন সাধারণ মানুষ। পুলিশ-সহ বিভিন্ন কর্তৃপক্ষ থেকে বারবার তাদের সতর্ক করা হয়েছে। কিন্তু, কনটেন্ট ক্রিয়েটরদের এই নাচ অদূর ভবিষ্যতেও থামবে বলে মনে হচ্ছে না। এবার, মুম্বইয়ের চলন্ত লোকাল ট্রেনে এবং ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসে ভোজপুরি গানে অশ্লীল ভঙ্গীতে নাচতে দেখা গেল এক যুবতীকে।
মুম্বই ম্য়াটার্স নামে এক এক্স হ্যান্ডেল থেকে ওই যুবতীর নাচের ভিডিয়োগুলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। জিআরপি মুম্বই, ডিআরএম মুম্বই এবং রেল মন্ত্রককে ট্যাগ করে এই ধরনের কার্যকলাপ বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। কী রয়েছে ভিডিওগুলিতে? দেখা যাচ্ছে ওই মুম্বই লোকালের মহিলা কোচ এবং সাধার কোচে ভোজপুরি গানের সঙ্গে নাচছেন ওই যুবতী। সিএমএসটি স্টেশনের প্ল্যাটফর্মেও তাঁকে নাচতে দেখা গিয়েছে। তার পরনে অত্যন্ত ছোটখাট পোশাক। আর নাচ বলতে শুধুই অশ্লীল অঙ্গভঙ্গী। কখনও নিতম্ব দোলাচ্ছেন, কখনও হাত দিয়ে নির্দেশ করছেন স্তনের দিকে। কখনও বেলি ডান্সের মতো উন্মুক্ত পেট কাঁপাচ্ছেন। তাঁর এই নাচানাচিতে স্পষ্টতই অন্যান্য যাত্রীরা বিরক্ত হন।
Passengers can never travel in Peace inside #MumbaiLocals, Hawkers Beggars & now Reel makers
It’s high time @grpmumbai @drmmumbaicr @RailMinIndia put an END to this Nuisance
Scene inside @centralrailway trains & at CSMT stn
Offenders Insta a/c @manishadancer01 pic.twitter.com/qVxtWyZeTU
— मुंबई Matters™ (@mumbaimatterz) May 28, 2024
ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, “মুম্বই লোকালের যাত্রীরা কখনই শান্তিতে ভ্রমণ করতে পারে না। আগে ছিল হকার, ভিখারিদের দাপট, এখন রিল নির্মাতাদের। এটাই এই উপদ্রবের অবসান ঘটানোর উপযুক্ত সময়।” সোশ্যাল মিডিয়ায় সকলেই যুবতীর সমালোচনা করেছেন। তাঁরা জানিয়েছেন, এই আচরণ অন্যান্য যাত্রীদের জন্য বিরক্তিকর। কোনও গণপরিবহনে তাঁর এই ‘অশ্লীল’ নাচ একেবারে অনুপযুক্ত বলে। তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট ভাইরাল হওয়ার পর, নড়ে চড়ে বসেছে মুম্বই সেন্ট্রাল ডিআরএম। অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে মুম্বাই শাখার নিরাপত্তা বিভাগকে এই ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মুম্বই শাখার নিরাপত্তা বিভাগ জানিয়েছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা নিয়ে বিবিধ প্রতিক্রিয়াও এসেছে। একজন জানিয়েছেন, আইনের ভয় নেই বলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি জানিয়েছেন, রেলওয়ে কর্তৃপক্ষের তো এই বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়াই উচিত, সেই সঙ্গে যাত্রীদেরও দায়িত্বশীল নাগরিক হিসাবে এই বিষয়ে হস্তক্ষেপ করা উচিত। আরেকজন জানিয়েছে, সমাজ এই ধরনের যুবতীদের অনুসরণ করে। এই ধরনের অশ্লীল আচরণ দেখতে চায়। আর সেই কারণেই এই ধরনের আতচরণ প্রশ্রয় পাচ্ছে।