
শ্রীনগর: কিছুতেই থামছে না পাকিস্তান। অপারেশন সিঁদুরের পরও সীমান্তে লাগাতার গুলি চালিয়েই যাচ্ছে পাকিস্তান। আজ, বৃহস্পতিবারও জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর এলোপাথাড়ি গুলি, মিসাইল ছুড়েছে পাকিস্তান। ইচ্ছাকৃতভাবেই জনবসতির দিকে গুলি চালাচ্ছে পাকিস্তান। এমনটাই জানা গিয়েছে। পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সেনাবাহিনীও।
সেনা সূত্রে জানা গিয়েছে, ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত বরাবর একাধিক জায়গায় গুলি চালাচ্ছে পাক সেনা। কারনা এলাকায় লাগাতার শেল ও মর্টার ছুড়ছে। বুধবার রাত থেকেই উত্তপ্ত কুপওয়াড়া, বারামুল্লা, উরি ও আখনুর সেক্টর। এই জায়গাগুলিতে পাকিস্তান লাগাতার গুলি চালাচ্ছে। এই নিয়ে টানা ১৪ দিন ধরে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে সীমান্তে গুলি চালাচ্ছে পাক সেনা।
পাকিস্তানি আর্মি পোস্ট থেকে ছোট অস্ত্র ও আর্টিলারি বন্দুক ব্যবহার করেই জম্মু-কাশ্মীরের একাধিক সেক্টরে গুলি চালানো হচ্ছে। ভারতীয় সেনার পাশাপাশি সাধারণ নাগরিকদের উপরও গুলি-মর্টার চালাচ্ছে পাক সেনা। পাল্টা যোগ্য জবাব দিচ্ছে ভারতীয় সেনাও। তারা রকেট লঞ্চার থেকে মর্টার ছুড়ছে পাকিস্তান লক্ষ্য করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগেই সেনাবাহিনীকে খোলা ছুট দিয়েছেন পাকিস্তানকে জবাব দেওয়ার জন্য।
বুধবার ‘অপারেশন সিঁদুরে’র পরও পাকিস্তান সেনা এলোপাথাড়ি গুলি চালিয়েছে পাকিস্তানি সেনা। পুঞ্চ সেক্টরে এই সংঘর্ষে চার শিশু, এক জওয়ান সহ ১৩ জনের মৃত্য়ু হয়েছে।