PM Narendra Modi: ভিলওয়ারার মন্দিরে খামে ভরে প্রণামী দেননি মোদী, পুরোহিতের মিথ্যা দাবি ফাঁস ভিডিয়োয়

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Sep 27, 2023 | 11:48 PM

এ বছরের শুরুতে প্রধানমন্ত্রীর প্রণামী দেওয়ার ভিডিয়োও সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, কোনও খামে ভরে প্রণামী দেননি প্রধানমন্ত্রী মোদী। তিনি সরাসরি টাকা প্রণামী বাক্সে দিয়েছিলেন। ভিডিয়োয় সেই ঘটনা স্পষ্ট দেখা গিয়েছে। কিন্তু কত টাকা মোদী প্রণামী হিসাবে দিচ্ছেন, তা অবশ্য ভিডিয়ো দেখে বোঝা যাচ্ছে না।

PM Narendra Modi: ভিলওয়ারার মন্দিরে খামে ভরে প্রণামী দেননি মোদী, পুরোহিতের মিথ্যা দাবি ফাঁস ভিডিয়োয়
প্রণামী দিচ্ছেন মোদী
Image Credit source: TV9 Bangla

Follow Us

জয়পুর: এ বছরের শুরুর দিকে রাজস্থান সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তখন রাজস্থানের ভিলওয়ারায় দেবনারায়ণ মন্দিরে গিয়েছিলেন তিনি। সেখানে গিয়ে মন্দিরে প্রণামী বাক্সে প্রণামীও দেন। সম্প্রতি একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। সেই ভিডিয়োয় ওই মন্দিরের পুরোহিত দাবি করছেন, মোদী খামে ভরে প্রণামী দিয়েছিলেন। সেই খাম খুলে মন্দিরের পুরোহিত দাবি করেন, মোদী ২১ টাকা প্রণামী দিয়েছেন। কিন্তু এই দাবি সম্পূর্ণ মিথ্যা বলে জানা যাচ্ছে।

এ বছরের শুরুতে প্রধানমন্ত্রীর প্রণামী দেওয়ার ভিডিয়োও সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, কোনও খামে ভরে প্রণামী দেননি প্রধানমন্ত্রী মোদী। তিনি সরাসরি টাকা প্রণামী বাক্সে দিয়েছিলেন। ভিডিয়োয় সেই ঘটনা স্পষ্ট দেখা গিয়েছে। কিন্তু কত টাকা মোদী প্রণামী হিসাবে দিচ্ছেন, তা অবশ্য ভিডিয়ো দেখে বোঝা যাচ্ছে না। এই ভিডিয়ো সামনে আসার পরই ওই মন্দিরের পুরোহিতের দাবির সত্যতা নিয়ে প্রশ্ন উঠছে।

এ বছর রাজস্থানে রয়েছে বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের আগে পুরোহিতের দাবি নিয়ে মোদীর বিরুদ্ধে আক্রমণ শানায় বিরোধীরা। প্রধানমন্ত্রীর ভাবমূর্তিতে কালি লাগানোর অপচেষ্টাও চলেছে। কিন্তু সত্যকে সামনে আনা ভিডিয়ো সামনে আসার পরই মোদীর সমালোচকদের মুখে কুলুপ পড়েছে।

Next Article